August 26, 2025, 4:00 pm
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ঘুমের মধ্যে (৪)চার মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া পশ্চিম পাড়া আলী আহম্মদ মাষ্টার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম লাইবা। সে স্থানীয় ব্যবসায়ী জিয়াউল হক লিটনের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বোন ও দুই ভাইয়ের মধ্যে লাইবা ছিল সবার ছোট। সকাল ১০টার দিকে শিশুটির মা শারমিন আক্তার তাকে শোবার ঘরে ঘুম পাড়িয়ে গৃহস্থালির কাজে ব্যস্ত হন। কিছুক্ষণ পর রুমে ফিরে এসে দেখেন শিশুটি অচেতন অবস্থায় পড়ে আছে। দ্রুত স্বজনেরা সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন বলেন, “শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। কী কারণে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে বলা সম্ভব নয়।