August 26, 2025, 3:43 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
মাদারীপুরে রাতের আঁ-ধারে বসতবাড়িতে দু-র্বৃত্তদের স-শস্ত্র হা-মলা নোয়াখালীতে চালককে হ-ত্যা করে অ-টোরিকশা ছি-নতাই নোয়াখালীর সেনবাগে ঘুমের মধ্যে ৪(চা) মাস বয়সী শিশুর মৃ-ত্যু ব্রাহ্মণপাড়ায় অর-ক্ষিত জ-মিদার বাড়ি বি-লীন হচ্ছে, দেখবার নেই প্রত্ন-তাত্ত্বিক নিদ-র্শন বি-ভাগের জিআই স্বীকৃ-তি পেল ফুলবাড়িয়ার সুস্বাদু লাল চিনি ঝালকাঠির নব-গ্রাম কৃষি ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে অভি-যোগ তদ-ন্তে সরে-জমিনে ডিজিএম খাগড়াছড়িতে ইমাম প্রশিক্ষণ কর্মশালা ও সাংগ-ঠনিক মূল্যায়ন সভা অনুষ্টিত জামাই-শ্বশুরকে গণপি-টুনি দিয়ে হ-ত্যার ঘটনায় আরও একজন গ্রে-প্তার রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে এক ক-য়েদির মৃ-ত্যু শিমুল বিশ্বাসের সু-স্থতা কামনা করে সুজানগর উপজেলা শ্রমিকদলের আয়োজনে দো-য়া
টুঙ্গিপাড়া থানাকে মা-দক মু-ক্ত হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্য-য় নবাগত ওসি জাহিদুল ইসলামের

টুঙ্গিপাড়া থানাকে মা-দক মু-ক্ত হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্য-য় নবাগত ওসি জাহিদুল ইসলামের

কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানাকে মাদক মুক্ত হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহিদুল ইসলাম।

গত বুধবার (২০ আগস্ট ২০২৫) তারিখে তিনি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থানায় যোগদান করেন। এর আগে তিনি মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত ছিলেন। দায়িত্ব গ্রহণের পরদিনই তিনি টুঙ্গিপাড়ায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ সাংবাদিক ঐক্য ফোরামের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।

উক্ত মতবিনিময় সভায় ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, “আমি আজ থেকে টুঙ্গিপাড়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলাম।” তিনি বলেন, “সমাজে যত অপরাধ রয়েছে, তার মূল উৎস হচ্ছে মাদক ও ধূমপান। ধূমপানের মাধ্যমেই কিশোর ও তরুণেরা মাদকাসক্ত হয়ে পড়ে, যার ফলশ্রুতিতে চুরি, ছিনতাই, ধর্ষণ ও খুনের মতো অপরাধ সংঘটিত হয়।”

তিনি আরো উল্লেখ করেন, “গবেষণায় দেখা গেছে, ৯৫% শিশুর শরীরে নিকোটিনের উপস্থিতি পাওয়া গেছে, যার প্রধান কারণ পরিবারের বা আশ নেপাশের লোকদের প্রকাশ্যে ধূমপান। তাই এখন থেকে প্রকাশ্যে ধূমপান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

ওসি জাহিদুল ইসলাম বলেন, “আমি যদি দেড় বছর এই থানায় দায়িত্ব পালন করতে পারি, তাহলে তিন ধাপে টুঙ্গিপাড়াকে একটি সম্পূর্ণ মাদকমুক্ত ও আদর্শ থানা হিসেবে গড়ে তুলবো।”

তিনি ধাপভিত্তিক পরিকল্পনার কথা তুলে ধরে বলেন:
প্রথম ৬ মাস: সচেতনতা, তালিকা প্রণয়ন ও প্রথম ধাপের অভিযান।- এক বছর মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান ও আইনী ব্যবস্থা।
দেড় বছর শেষে টুঙ্গিপাড়া হবে একটি মডেল মাদকমুক্ত থানা যা দেশের অন্যান্য থানার জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

এ সময় তিনি টুঙ্গিপাড়ার সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আমাকে সহযোগিতা করুন। আমি আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। গণমাধ্যমের সহায়তা পেলে এই উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে।”

টুঙ্গিপাড়া প্রেসক্লাব ও সাংবাদিক ঐক্য ফোরামের নেতৃবৃন্দ নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।

ওসি জাহিদুল ইসলামের এই বক্তব্য ও পরিকল্পনা টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযানে নতুন আশার সঞ্চার করেছে। স্থানীয় জনগণ তার এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, এবার হয়তো সত্যিই মাদকমুক্ত টুঙ্গিপাড়া বাস্তবায়ন সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD