August 26, 2025, 3:47 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
রহমতপুরে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু, সম্পাদক কামাল নি-র্বাচিত মাদারীপুরে রাতের আঁ-ধারে বসতবাড়িতে দু-র্বৃত্তদের স-শস্ত্র হা-মলা নোয়াখালীতে চালককে হ-ত্যা করে অ-টোরিকশা ছি-নতাই নোয়াখালীর সেনবাগে ঘুমের মধ্যে ৪(চা) মাস বয়সী শিশুর মৃ-ত্যু ব্রাহ্মণপাড়ায় অর-ক্ষিত জ-মিদার বাড়ি বি-লীন হচ্ছে, দেখবার নেই প্রত্ন-তাত্ত্বিক নিদ-র্শন বি-ভাগের জিআই স্বীকৃ-তি পেল ফুলবাড়িয়ার সুস্বাদু লাল চিনি ঝালকাঠির নব-গ্রাম কৃষি ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে অভি-যোগ তদ-ন্তে সরে-জমিনে ডিজিএম খাগড়াছড়িতে ইমাম প্রশিক্ষণ কর্মশালা ও সাংগ-ঠনিক মূল্যায়ন সভা অনুষ্টিত জামাই-শ্বশুরকে গণপি-টুনি দিয়ে হ-ত্যার ঘটনায় আরও একজন গ্রে-প্তার রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে এক ক-য়েদির মৃ-ত্যু
ঝালকাঠিতে কিশোর গ্যা-ং এর হা-মলায় মৃ-ত্যুর সাথে পা-ঞ্জা ল-ড়ছে এইচএসসি পরীক্ষার্থী রমজান 

ঝালকাঠিতে কিশোর গ্যা-ং এর হা-মলায় মৃ-ত্যুর সাথে পা-ঞ্জা ল-ড়ছে এইচএসসি পরীক্ষার্থী রমজান 

রিপোর্ট : ইমাম বিমান  

ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন নবগ্রাম মডেল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোঃ রমজান তালুকদারের উপর হামলার প্রতিবাদে নবগ্রাম মডেল হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করে। ২৬ আগষ্ট সকাল ১১টায় বরিশাল-নবগ্রাম সড়কের নবগ্রাম মডেল হাই স্কুল এন্ড কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। 

এ বিষয় আহত  রমজান তালুকদারের বাবা বলেন, আমার ছেলে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসাধীন রয়েছে তার অবস্থা খুবই খারাপ। আমার ছেলের উপরে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আমি মামলা করব।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা বলেন, আমরা মানববন্ধন করব এ খবর শুনে অধ্যক্ষ মোঃ আকতার হোসেন আমাদের মানববন্ধন না করার জন্য বাধা প্রদান করেন। 

এ বিষয়ে অধ্যক্ষ আক্তার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন আহত শিক্ষার্থীর বিষয় সভাপতিদের সাথে আলাপ করেছি তিনি দু একদিন পরে আসবে এবং বিষয়টি দেখবেন। মানববন্ধনের বাধার বিষয় তিনি বলেন, এগুলো মিথ্যা এরকম কোন ঘটনা ঘটেনি।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মনিরুজ্জামান বলেন এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইননীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রে জানাযায়, পূর্বের সত্রুতার জেরে গত ২৪ আগষ্ট রবিবার রমজান ও তার কলেজ পড়ুয়া বন্ধুরা মিলে বেতরা এলাকায় ঘুরতে যায়। এবং তারা ঘোরাঘুরির মাঝে সবাই মিলে ছবি তুলছিলো। বিষয়টি বেতরা এলাকার সিফাত দেখতে পেয়ে তার ভাই মাইনুল ও আত্মীয় সহ আরো ১৫/২০জন মিলে দেশীয় অস্ত্র দা, শাবল, জিআইপাইপ, বাঁশ নিয়ে ধাওয়া করে মারধর করে। রমজানের সাথে থাকা আমি সহ আমাদের বন্ধুরা সবাই কমবেশি আহত হলেও রমজান গুরুতর আহত হয়। আহত অবস্থায় এলাকাবাসী রমজানকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল রেফার করে। আহত রমজান নবগ্রাম ইউনিয়নের পরমহল গ্রামের আলাউদ্দিন তালুকদারের ছেলে ‌।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD