August 26, 2025, 3:49 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
রহমতপুরে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু, সম্পাদক কামাল নি-র্বাচিত মাদারীপুরে রাতের আঁ-ধারে বসতবাড়িতে দু-র্বৃত্তদের স-শস্ত্র হা-মলা নোয়াখালীতে চালককে হ-ত্যা করে অ-টোরিকশা ছি-নতাই নোয়াখালীর সেনবাগে ঘুমের মধ্যে ৪(চা) মাস বয়সী শিশুর মৃ-ত্যু ব্রাহ্মণপাড়ায় অর-ক্ষিত জ-মিদার বাড়ি বি-লীন হচ্ছে, দেখবার নেই প্রত্ন-তাত্ত্বিক নিদ-র্শন বি-ভাগের জিআই স্বীকৃ-তি পেল ফুলবাড়িয়ার সুস্বাদু লাল চিনি ঝালকাঠির নব-গ্রাম কৃষি ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে অভি-যোগ তদ-ন্তে সরে-জমিনে ডিজিএম খাগড়াছড়িতে ইমাম প্রশিক্ষণ কর্মশালা ও সাংগ-ঠনিক মূল্যায়ন সভা অনুষ্টিত জামাই-শ্বশুরকে গণপি-টুনি দিয়ে হ-ত্যার ঘটনায় আরও একজন গ্রে-প্তার রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে এক ক-য়েদির মৃ-ত্যু
উজিরপুরে স্কুলছাত্রী ধ-র্ষণের ঘ-টনায় আদালতের নি-র্দেশে মাম-লা নিল পুলিশ

উজিরপুরে স্কুলছাত্রী ধ-র্ষণের ঘ-টনায় আদালতের নি-র্দেশে মাম-লা নিল পুলিশ

জুনায়েদ খান সিয়াম,
উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃবরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্রামের সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রীকে জোরকরে দোকান ঘরের মধ্যে নিয়ে ধর্ষণের ঘটনায় অবশেষে আদালতে নির্দেশে মামলা নিল পুলিশ। ঘটনা ধামাচাপা দেওয়া থেকে শুরু করে মামলা প্রত্যাহারের বিষয়ে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি সহ স্থানীয় এক শিল্পপতির বিরুদ্ধে। কৃষক লীগের ওই নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বাদীসহ ভুক্তভোগী পরিবারটি। পুলিশ আদালতের নির্দেশে মামলাটি রুজু করলেও ধর্ষিতাসহ পরিবারটি নিরাপত্তার কোন দায়িত্ব নেয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। ভুক্তভোগী পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, ২৯ জুলাই বিকেল ৪ টার দিকে স্কুলছাত্রী পশ্চিম জয়শ্রী গ্রামের আকবর আলী বিশ্বাসের পুত্র ইমরান হোসেন (২৪) এর দোকানের কাছে গেলে ওই স্কুল ছাত্রীকে জোর করে দোকান ঘরে ঢুকে দোকানের দরজা বন্ধ করে ধর্ষণ করে। বিষয়টি ধর্ষিতা স্কুলছাত্রী তার পরিবারকে জানালে ছাত্রীর মা থানায় অভিযোগ করলে, বিষয়টি দৃষ্টিগোচর হয় উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ও প্রভাবশালী চাতাল ব্যবসায়ী মোঃ ইসাহাক হাওলাদারের,তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য কয়েক লাখ টাকার অর্থ বাণিজ্য করেন বলে স্থানীয় একাধিক সূত্রে জানা যায়। ধর্ষিতার নানী ও ওই পরিবারে একাধিক সদস্য জানান ঐ কৃষক লীগের নেতা মোঃ ইসাহাক হাওলাদার মামলা তুলে নিতে ধর্ষিতার পিতাকে জয়শ্রী জয় রাইস মিলের অফিস ঘরে শিল্পপতি আব্দুল মজিদ ভূইয়ার কাছে নিয়ে এসে ধর্ষিতার পিতাকে ১ লাখ টাকা নিয়ে মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত দিয়ে দেন।
এই ঘটনার পর থেকে ধর্ষিতা সহ পরিবারের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন। আব্দুল মজিদ ভূইয়া বলেন আমার অফিসে বসে উভয় পক্ষ আপোষ মীমাংসা হয়েছে। এরপরে কি হয়েছে আমি জানিনা। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আলমগীর হোসেন জানান মামলাটি ২০ আগস্ট আদালতের নির্দেশে রেকর্ড করা হয়েছে। মামলায় ধর্ষকসহ ৩ জানতে আসামী করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। অপরদিকে ভুক্তভোগী পরিবারটি জানায়,পুলিশ কৃষক লীগ নেতা ও প্রভাবশালী প্রভাবে আসামীদের পক্ষ নিচ্ছেন এবং কৌশলে আসামি গ্রেফতার করছে না। কৃষক লীগের সহ-সভাপতি মোঃ ইসহাক হাওলাদার জানান, এ বিষয়ে আব্দুল মজিদ ভূঁইয়া তার রাইস মিল অফিসে আমাকে ডেকে উভয় পক্ষকে ধমক দিয়ে বিষয়টি নিষ্পত্তি করে দেন, যেহেতু বিষয়টি তাদের গ্রামের এবং অর্থ লেনদেন ও মামলা প্রত্যাহারের বিষয়ে প্রত্যাহারের বিষয়ে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান ধর্ষণের ঘটনায় আদালতে নির্দেশে মামলা দায়ের করা হয়েছে, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। স্থানীয়রা অতি দ্রুত ধর্ষক কে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD