পীরগঞ্জে এক মাস পরেও সজীব বর্মনকে খুঁ-জে পা-ওয়া যা-য়নি

গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৮নং দৌলতপুর ইউনিয়নের নানুহার গ্রামের মহেন্দ্র নাথ রায়ের ৩য় পুত্র সজীব বর্মন(২২)কে ১ মাস পেরিয়ে গেলেও নিখোঁজ সজীব বর্মনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে।

জানা যায়,সজীব বর্মনের পিতা মহেন্দ্র নাথ রায় বলেন, ১৭/০৭/২০২৫ ইং তারিখে সকাল অনুমান ১১.০০ঘটিকার সময় সকলের অগোচরে নিখোঁজ হয়।নিখোঁজের পরে মহেন্দ্র নাথ রায় তার আত্মীয় স্বজন,বন্ধুবান্ধব, বিভিন্ন গ্রাম গঞ্জে অনেক খোঁজার পরে কোথাও সজীব বর্মনকে খুঁজে না পেয়ে গত ২৫/০৭/২০২৫ ইং তারিখে পীরগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। যাহার পীরগঞ্জ থানার ডায়েরি নং-১০২৪।তবে বর্তমানে সজীব কে খুঁজে না পাওয়ায় মহেন্দ্র নাথ রায় অনেক মানুষিক দুশ্চিন্তায় মহাকষ্টে দিনাতিপাত করছেন।বিষয়টি সকলের প্রতি অবগত করতে সাংবাদিক কে বলেন আমি আমার ছেলে সজীব কে ১ মাস পেরিয়ে গেলেও নিখোঁজ সজীব কে আর কোথাও খুঁজে পাচ্ছি না। তাই কোন সহৃদয়বান সজীব বর্মনের সন্ধান পেলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। যোগাযোগের ঠিকানাঃমহেন্দ্র নাথ রায় গ্রামঃনাানুহার থানাঃপীরগঞ্জ,জেলাঃঠাকুরগাঁও মোবাইল নাম্বার-০১৮৪৩১৬০০৭২।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *