August 25, 2025, 6:34 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
দু-র্ভোগে পখিরা মোল্লা কান্দির মানুষ: রাস্তার উন্ন-য়নের দাবিতে মা-নববন্ধন পরিবেশের ভার-সাম্য র-ক্ষায় বরিশালে আনসার ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন জুলাই স্মৃ-তি ও শহী-দদের গ্রা-ফিতি মু-ছে ফেলায় সুজানগরে বিক্ষো-ভ “আমার ছেলে জাহিদ হ-ত্যার সঠিক ত-দন্ত ও বি-চার চাই” – আ-র্তনাদ রহিমা খাতুন ১৪৯ জন কর্মকর্তা পেনশন না পেয়ে মা-নবেতর জীবণ যাপ-ন করছেন দোয়ারাবাজারে লেনাদেনের সমা-ধানের নামে টাকা আ-ত্মসাৎ ফেরত চাওয়াতে হুম-কি” থানায় অ-ভিযোগ কলাইয়ের রুটি বা-সাবাড়ী, ফু-টপাত হয়ে এখন হোটেল রেস্তোঁরায় ভূঞাপুরে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে মা-দক উ-দ্ধার: বিপা-কে চার কর্মকর্তা পাইকগাছার কপোতাক্ষ নদের বে-ড়িবাঁধে ভ-য়াবহ ভা-ঙন হু-মকির মুখে জনপদ খাগড়াছড়িতে আনসার-ভিডিপি’র হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্সের স-মাপনী অনুষ্ঠিত
পরিবেশের ভার-সাম্য র-ক্ষায় বরিশালে আনসার ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

পরিবেশের ভার-সাম্য র-ক্ষায় বরিশালে আনসার ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা।।
​বরিশাল : দেশব্যাপী চলমান ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পরিবেশ রক্ষা এবং সবুজায়নের এক বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দিক নির্দেশনায় এই বিশেষ বৃক্ষরোপণ অভিযান সারা দেশে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে। এরই অংশ হিসেবে ২৫ আগষ্ট বরিশালের কাশিপুর হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
​বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাহিনীর বরিশাল রেঞ্জ কমান্ডার মোঃ আবদুস সামাদ পিভিএমএস, বিভিএম। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি এবং কলেজের অধ্যক্ষ মতিউর রহমান। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বরিশালে এই কার্যক্রমের সূচনা করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ কমান্ডার মোঃ আবদুস সামাদ বলেন, “মহাপরিচালক মহোদয়ের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করা। আনসার ও ভিডিপি সদস্যরা রেঞ্জ, ব্যাটালিয়ন, প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্থানীয় জনগণকে এই কর্মসূচিতে সম্পৃক্ত করে একে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, এই বৃক্ষরোপণ অভিযান শুধু একটি পরিবেশগত কার্যক্রম নয়, এটি একটি মহৎ সামাজিক আন্দোলন। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে এটি একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ। তিনি জানান, বাহিনীর এই প্রচেষ্টা তাদের সামাজিক দায়িত্ব পালনের একটি উজ্জ্বল উদাহরণ। অনুষ্ঠানে বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, কর্মচারী, টিআই, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, ব্যাটালিয়ান আনসার সদস্যসহ কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণ মাধ্যম কর্মী প্রমূখ উপস্থিত ছিলেন।
​আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই উদ্যোগ দেশের সবুজ ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD