পটুয়াখালীর সেই ডিসি অ-বশেষে কুষ্টিয়ায় ব-দলি

এস আল-আমিন খাঁন পটুয়াখালী।

৫’ই আগষ্টের পর পটুয়াখালী নিয়োগ হওয়া ডিসির বিভিন্ন কার্যক্রম একের পর এক সমালোচনার সৃষ্টি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, রাজনৈতিক মহল সহ সাধারন জনতার মাজে। এনিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ ও রাজনৈতিক সংগঠনের মধ্যে পাল্টা পাল্টি কর্মসূচি ও দেয়া হয়। এক পর্যায়ে ডিসির বদলির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ। অপরদিকে ডিসিকে নির্দোষ ও স্বচ্ছ দাবি করে মানববন্ধন কর্মসূচীও পালন করা হয়েছে।

অবশেষে গত সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালীর জেলা প্রশাসক নিয়োগ এবং পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে।

দেশের ৬টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা।

পটুয়াখালীতে ডিসির বদলিতে বিভিন্ন রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে চলছে আলোচনা সমালোচনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *