August 24, 2025, 4:55 pm
এম এ আলিম রিপন,সুজানগরঃ অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আয়োজন করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদ হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন, উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন বিদ্যুৎ প্রমুখ। অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সরকারি প্রণোদনা ও আধুনিক চাষাবাদ পদ্ধতির কারণে মাছ উৎপাদনে সুজানগরে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। অনুষ্ঠানে স্থানীয় মৎস্যজীবীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এম এ আরিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।