August 24, 2025, 4:55 pm
প্রেস বিজ্ঞপ্তি।
র্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এর অভিযানে উল্লাপাড়া থানা এলাকা হতে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তিসহ ২ জন পাচারকারী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ২৩ আগস্ট ২০২৫ খ্রিঃ,সন্ধ্যা ১৯.১৫ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন ৩ নং উধুনিয়া ইউপির অন্তর্গত পশ্চিম মহেশপুর সাকিনস্থ পলাতক আসামি মিরাজ ফকির এর পূর্ব দুয়ারী টিনের বসত ঘরে” একটি অভিযান পরিচালনা করে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি যাহার ওজন ৩১.৫৪০ (একত্রিশ দশমিক পাঁচশত চল্লিশ) কেজি, যাহা দৈর্ঘ্য ২৪ (চব্বিশ) ইঞ্চি (মুর্তির পা হতে মাথা পর্যন্ত ১২ ইঞ্চি লম্বা) এবং প্রস্থ ১২ (বারো) ইঞ্চি উদ্ধার সহ ০২ জন পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
২। গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ শাহিন আলম (৩০), পিতা- মোঃ আলমাছ আলী, সাং- নওগাঁ (মধ্যপাড়া), ২। মোঃ আমিরুল ইসলাম (৪৫), পিতা-মৃত শফিজ উদ্দিন, সাং-শ্রীকৃষ্ণপুর (উত্তর পূর্ব পাড়া), উভয় থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামিদ্বয় মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি নিজ হেফাজতে রেখে বাংলাদেশ হইতে বিদেশে পাচারের কথা স্বীকার করে।
৪। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।