August 24, 2025, 5:11 pm
।।এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা।।
মিরর ম্যাগাজিনের ২৩তম প্রকাশনা উৎসব এবং ভেনাস লেকভিউ সিটি-২৩তম সাউথ এশিয়ান বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ প্রদান অনুষ্ঠান ২৩ আগস্ট ঢাকার তেজগাঁও লিঙ্ক রোডের আলোকী কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের ৬৫ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের পেশাগত ও সামাজিক অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়।
মিরর ওয়ার্ল্ডের সিইও এবং বাংলাদেশ চায়না ক্লাবের সভাপতি মোঃ শাহজাহান ভূঁইয়া রাজু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। তিনি তার স্বাগত বক্তব্যে সকল অতিথিকে ধন্যবাদ জানান এবং বলেন, এই পুরস্কারের মাধ্যমে আমরা সেইসব পেশাদার ও উদ্যোগী মানুষকে সম্মানিত করতে চাই, যারা নিজেদের কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছেন। তাদের সাফল্য অন্যদের অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজী হারিস বিন ওসমান। তিনি তার বক্তব্যে পেশাগত দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়নের জন্য পেশাগত দক্ষতা অপরিহার্য। প্রতিটি পেশাজীবীর উচিত নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য নিরন্তর চেষ্টা করা।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ হাফিজ উদ্দিন এবং এফবিবিসিআই-এর সদস্য মোঃ জাহাঙ্গীর সিকদার প্রমূখ। তারা তাদের বক্তব্যে সমাজে যার যার অবস্থান থেকে নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখার আহ্বান জানান।
এবারের অ্যাওয়ার্ডে বিজনেস ক্যাটাগরিতে ৩০ জন এবং ওটিটি ক্যাটাগরিতে ৩৫ জন মোট ৬৫ জনকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। পাবনার কৃতি সন্তান, ঢাকার ইমপালস হাসপাতালের পরিচালক ও দুবলিয়া সেকেন্দার-লুৎফা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ লুৎফুল কবীর খান দুলাল সামাজিক কর্মকাণ্ডে অবদান ও পেশাগত দক্ষতায় সম্মাননা লাভ করেন। একইসাথে, ঢাকার কনকর্ড রিয়েল এস্টেটের নির্বাহী পরিচালক মোঃ এনামুল হকও বিজনেস ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেন।
সম্মাননা প্রাপ্তির পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডা. লুৎফুল কবীর খান দুলাল এবং মো. এনামুল হক আয়োজক সংস্থা ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। তারা জানান, এই সম্মাননা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে আরও ভালোভাবে কাজ করতে উৎসাহিত করবে।
অনুষ্ঠানের শেষে একটি মনোজ্ঞ ফ্যাশন শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিভিন্ন পেশা ও ক্ষেত্রের বিশিষ্টজন, প্রশাসনিক কর্মকর্তা, মিডিয়া কর্মী, এবং পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিস বৃষ্টি। এই ধরনের সম্মাননা প্রদান অনুষ্ঠান সমাজে পেশাগত দক্ষতা ও সামাজিক অবদানের স্বীকৃতি দেয়, যা অন্যদের অনুপ্রেরণা জোগাতে সাহায্য করে।