August 23, 2025, 6:14 pm
আরিফ রববানী ময়মনসিংহ
ময়মনসিংহে হেযবুত তওহীদের উদ্যোগে ‘তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেত্রী ও কর্মীদের উপস্থিতিতে আজ শুক্রবার (২২ আগস্ট) সকালে ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই নারী সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী। আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বব্যবস্থা নারীদের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। একদিকে ধর্মের নামে নারীদেরকে বাক্সবন্দী করা হয়েছে, অন্যদিকে পাশ্চাত্য জীবনদর্শন নারীদেরকে ভোগ্যপণ্য বানিয়েছে। তারা বলেন, সত্যিকার অর্থে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন একটি ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা যেখানে নারীদের অধিকার ও সম্মান – দুটিই সুরক্ষিত থাকবে।
বক্তারা বলেন, চৌদ্দশ বছর আগে রাসুলুল্লাহ (স.) এমনই একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে পর্দার নামে কোনো নিপীড়নমূলক ব্যবস্থা নারীদের উপর চাপিয়ে দেয়া হয় নি। বরং কোরআনে যতটুকু পর্দা ফরজ করা হয়েছে ততটুকু পালন করেই নারীরা সমাজ ও রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেন। পরবর্তীতে দীনের অতিবিশ্লেষণ করে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী নারীদের উপর পর্দার নামে জবরদস্তিমূলক ব্যবস্থা চাপিয়ে দেয়, ইসলামের প্রকৃত শিক্ষার সাথে যার কোনো সম্পর্ক নেই।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে যদি ইসলামের সঠিক আদর্শ প্রতিষ্ঠিত হয়, তাহলে নারীরা ইসলামের প্রাথমিক যুগের মতো স্বাধীনতা, সম্মান ও অধিকার চর্চা করতে পারবেন। এসময় ইসলামের সঠিক শিক্ষা বাস্তবায়নে নারীদেরকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বলেন, একমাত্র প্রকৃত ইসলামের আদর্শ ও তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ছাড়া নারীদের মুক্তি ও নিরাপত্তা অসম্ভব। তাই তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সংগঠনের ময়মনসিংহ জেলা নারী বিষয়ক সম্পাদক কাজল আক্তারের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, সংগঠনটির ময়মসসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নেত্রকোনা জেলা নারী বিষয়ক সম্পাদক সাকি আক্তার কলি।