August 24, 2025, 1:20 am
আরিফ রববানী ময়মনসিংহ।।
আত্মপ্রকাশ করেছে নতুন নতুন জাতীয় সংগঠন তৃণমুল জনতা পরিষদ। ঐক্যবদ্ধ প্লাটফর্ম-আলোকিত সমাজ
স্লোগান নিয়ে শনিবার (২৩ আগস্ট ২৫ইং) সকাল ১১রায় গাজীপুরের একটি চাইনিজ রেস্টুরেন্ট হলিডে ক্যাফে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি। আলেম-উলামা, সাংবাদিক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দেশপ্রেমিক নাগরিকদের উদ্যোগে এ সংগঠন গঠিত হয়েছে বলে জানা গেছে।
নতুন এই সংগঠনের আংশিক নেতৃত্ব আত্মপ্রকাশ করা হয়েছে তারা হলেন তৃণমূল জনতা পরিষদের-প্রধান উপদেষ্টা পদে বাংলাদেশ তৃর্ণমুল সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি মীর সিরাজুল ইসলাম, আহবায়ক মাওলানা মিজানুর রহমান ভূগী, সদস্য সচিব মাইন উদ্দিন উজ্জ্বল। তৃর্ণমুল জনতা উলামা পরিষদে মাওলানা নেয়ামত উল্লাহ খান ফেনী,মাওলানা রিদওয়ান আকন্দ জামালী,মুফতি আবু নাঈম কাসেমী কে উপদেষ্টা করে। আহবায়ক মুফতি হযরত মাওলানা আবু হানিফা সিকদার,সিনিয়র যুগ্ম আহবায়ক মুফতি আমিনুল ইসলাম আমিন,যুগ্ম আহবায়ক মুফতি শফি উদ্দিন সিকদার, যুগ্ম আহবায়ক হাফিজ আলিম উদ্দিন, সদস্য সচিব মুফতি হযরত মাওলানা শাহাদাত হোসেন,যুগ্ম সদস্য সচিব, হাফিজ মাওলানা হাবিবুর রহমান পরবর্তীতে নির্বাচিত উক্ত নেতারা পরামর্শ করে কমিটির অন্যান্য পদে সদস্য বৃদ্ধি করে সংগঠনকে শক্তিশালী করতে সকলকে নিয়ে কাজ করবেন।
এর আগে এক সংবাদ সম্মেলনে মাওলানা মিজানুর রহমান ভূগী জানান, তৃণমুল থেকে শুরু করে সব নাগরিকের সমান অধিকার, ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী সুশাসন প্রতিষ্ঠা করা।
গাজীপুর চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন হলিডে রেস্টুরেন্ট এন্ড ক্যাফে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান।
হাফেজ মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানেের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ ক্বারী মাওলানা আবু হানিফা সিকদার।শুভেচ্ছা বক্তব্য রাখেন হাফেজ হযরত মাওলানা মিজানুর রহমান ভূগী। এসময় উপস্থিত ছিলেন মুফতি শাহাদাত হোসেন ,মুফতি শফি উদ্দিন সিকদার,মুফতি মাহদী বিন রফিক,হাফেজ মোঃ মাহমুদুল হাসান,ইসহাক হোসেন উমামা,হাফেজ কারী মোঃ আলিম উদ্দিন, হযরত মাওলানা নেয়ামত উল্লাহ খান, মুফতি আবু নাঈ কাসেমী, হযরত মাওলানা রিদওয়ান আকন্দ জামালী,মুফতি হযরত মাওলানা আমিনুল ইসলাম আমিন প্রমুখ।