August 23, 2025, 6:25 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের ৪ লক্ষ টাকার অ-বৈধ মাছ ধরা রিং জাল জ-ব্দ – আ-গুনে পু-ড়িয়ে ধ্বং-স ফুলবাড়িয়া থানার যিনি সংসদ সদস্য হবেন তিনি রাষ্ট্র নায়ক-মুফতি আব্দুল কাদির গাজিপুরের সফিপুরে আনসার প্রশিক্ষণের স-মাপনী অ-নুষ্ঠিত তানোরে বিএনপির স্মর-ণকালের স-র্ববৃহৎ জ-নসভা ময়মনসিংহে হেয-বুত তওহীদের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত* বোদায় প-তিতাব্যবসায়ী আ-টক, মা-মলা নিতে গ-ড়িমসি চলনবিলে নৌকা ভ্রমণে “প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপ গোপালগঞ্জে বিএনপি নেতা ডা. কে এম বাবরের স্ত্রীর সংবাদ স-ম্মেলন আমরা সবাই বাংলাদেশী, এর বাহিরে আমাদের আর কোন প-রিচয় নেই –এস এম জিলানী নতুন জাতীয় সংগঠন “‘তৃণমুল জনতা পরিষদ” এর আ-ত্মপ্রকাশ
ঠাকুরগাঁওয়ের ৪ লক্ষ টাকার অ-বৈধ মাছ ধরা রিং জাল জ-ব্দ – আ-গুনে পু-ড়িয়ে ধ্বং-স

ঠাকুরগাঁওয়ের ৪ লক্ষ টাকার অ-বৈধ মাছ ধরা রিং জাল জ-ব্দ – আ-গুনে পু-ড়িয়ে ধ্বং-স

গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার সুক নদীর প্রায় ৫০ একর জমির উপর নির্মিত আখানগর বুড়ির বাঁধ মৎস্য অভয়াশ্রম।আর এই বুড়ি বাঁধের মৎস্য অভয়াশ্রমে নিষিদ্ধ জাল পাতানো হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান ৭০ টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন।জানা যায়, ২১-শে আগস্ট রোজ শনিবার ভোর ৫ থেকে দুপুর ১ পর্যন্ত প্রায় ৮ ঘন্টা বুড়ি বাঁধ মৎস্য অভয়াশ্রমের বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

সে লঅভিযানে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, সদর থানার অফিসার োইনচার্জ সারোয়ার আলম খান প্রমুখ।তব জানা গেছে, সুক নদীর উপর অবস্থিত বুড়ির বাঁধ মৎস্য অভয়াশ্রমে আশেপাশের বিভিন্ন স্থানে অসংখ্য অবৈধ রিং জাল ও কারেন্ট জাল পাতানো হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রায় আট ঘন্টা অভিযান চালিয়ে ৭০ টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়।জব্দকৃত অবৈধ রিং জালগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।পরবর্তী জব্দকৃত জাল গুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী স্থানীয়দের উপস্থিতিতেই আগুনে পুড়িয়ে দেওয়া হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকেই বুড়িরবাঁধ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদীতে এবং নদীর আশে পাশে পাতানো মাছ ধরার নিষিদ্ধ ৭০টি রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে জাল মালিকেরা আগেই পালিয়ে যায়। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী পুলিশ, মেম্বার ও স্থানীয়দের উপস্থিতিতে ঘটনাস্থলেই পুড়িয়ে ফেলা হয়।জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ বলেন, রিং জাল ও কারেন্ট জাল সব ধরনের মাছের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে দেশীয় ছোট মাছ ও মাছের পোনা সহজেই আটকা পড়ে মারা যায়। এজন্য এসব জাল ব্যবহার বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD