ঝিনাইদহে হো-য়াটসঅ্যাপ ব্য-বহারকারীরা আ-তংকে প্র-তারকচক্রের ভ-য়ংকর মিশন

ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
“আমি ডিএমপি কমিশানার ঢাকা অফিস থেকে বলছি। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে একটি গ্রুপ খোলা হয়েছে। সেই গ্রুপ থেকে পুলিশের আইজিপি ও ডিআইজিসহ পুলিশ বিভাগের কর্মকর্তাদের গালিগালাজ করা হচ্ছে আপনি কি জানেন ? যদি না জেনে থাকেন তবে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ সেটআপ করে দিচ্ছি” এমন ভীতিকর কথা বলে ঝিনাইদহের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফোন করা হচ্ছে।

শুক্রবার বিকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের কাছে ০১৩৪৩-৮৫৪৪৪৬ নাম্বারের হোয়াটসঅ্যাপ থেকে পুলিশ হেডকোয়াটার থেকে কথিত সোহায়েল পরিচয় দিয়ে ফোন করে। প্রতারক চক্রের কথায় বিচলিত হয়ে সাংবাদিক আসিফ কাজল ঝিনাইদহ ডিবি পুলিশের সাইবার সেলের এক কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।

ডিবি পুলিশের সাইবার সেলের ওই কর্মকর্তা জানান, এরা প্রতারকচক্র এবং তাদের অবস্থান রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামে। তিনি আরো জানান, ঝিনাইদহসহ সারা দেশে এই প্রতারক চক্রটি প্রতারণার জাল বিস্তার করে টাকা হাতিয়ে নিচ্ছে।

তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সরকারী কেসি কলেজের সাবেক এক অধ্যক্ষ ও শহরের এক কাপড় ব্যবসায়ীর কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ফোন করে প্রথমে ভীতি সৃষ্টি করে মোবাইল এক্সেজ হাতিয়ে নিয়েছে। অনেকে প্রতারণার খপ্পরে পড়ে টাকাও দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কথিত পুলিশ পরিচয়ে প্রতারক চক্রের এই ফোন পেয়ে অনেকেই আতংকিত হয়ে পড়ছেন। প্রথমে তারা কি করবেন ভেবে পাচ্ছেন না। এক সময় প্রতারক চক্রের খপ্পরে পড়ে অসহায় হয়ে পড়ছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্তি পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, প্রযুক্তির প্রসারে প্রতারক চক্রও সক্রিয়। তারা সুবিধা নিয়ে মানুষকে ক্ষতি করছে। তিনি বলেন, প্রতারকদের হাত থেকে বাঁচতে হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অধিক সচেতন হতে হবে। তাছাড়া প্রতারকদের ধরতে প্রতিনিয়ত ঝিনাইদহ জেলা পুলিশ ও সাইবার সেল নিয়মিত অভিযান পরিচালনা করছে।

আতিকুর রহমান
ঝিনাইদহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *