August 22, 2025, 10:07 am
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ।
মৎস্যখাতের উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে ক্যাম্পাসের লেকে মাছের পোনা অবমুক্ত করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সভাপতি ড. নিয়াজ আল হাসানের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল। আলোচক ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মো. আরিফুল ইসলাম। বেসরকারি সংস্থা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. আব্দুল বারী।
সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আমাদের দেশের মানুষরা পুষ্টি এবং প্রোটিনের জন্য মাছের ওপর অনেক বেশি নির্ভরশীল। তাই জনকল্যাণের বিষয়টি মাথায় রেখে মাছ নিয়ে গবেষণা করতে হবে।
অনুষ্ঠানে ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।