এক্সপ্রেসওয়েতে গাড়ি-তে আ-গুন, অল্পের জন্য র-ক্ষা পেল যাত্রীরা

আনিছুর রহমান রলিন,
মুন্সীগঞ্জ সদর,

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়াঁ যাত্রী ছাউনির সামনে চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, গাড়িটি আশুলিয়া ও সাভার এলাকা থেকে একদল যাত্রী মাওয়ায় বেড়াতে এসেছিল। ফেরার পথে হঠাৎ ওভার হিট হয়ে গাড়ির ইঞ্জিনে আগুন ধরে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, গাড়িটি ওভার হিট হয়ে ইঞ্জিনে আগুন ধরে যায়। আমাদের দুটি ইউনিট দ্রুত আগুন নির্বাপণ করে। এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *