August 21, 2025, 6:39 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার উদ্যোগে অটোমেটেড রিকুইজিশন সিস্টেম এবং ট্র্যাকিং টুলস সিস্টেম চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) এ উপলক্ষে আয়োজিত এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
বাকৃবি পরিবহন শাখার পরিচালক প্রফেসর ড.মোহাম্মদ গোলজারুল আজিজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো:শহীদুল হক।এছাড়াও পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো: মোশাররফ উদ্দীন ভুইয়া,বাকৃবি রেজিস্ট্রার কৃষীবিদ ড. মো: হেলাল উদ্দীন,প্রক্টর প্রফেসর ড. আব্দুল আলীম,ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির, বাকৃবি সোনালী দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড.আহমদ খায়রুল হাসানসহ বিভিন্ন ইনস্টিটিউট এর পরিচালক বিভাগীয় প্রধান এবং আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। পরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া অটোমেশন সিস্টেমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন,
পরিবহন শাখার অটোমেটেড রিকুইজিশন সিস্টেম এবং ট্র্যাকিং টুলস সিস্টেম চালু করায় বাকৃবি আইসিটি সেল এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি । তিনি বলেন , আপাতত ৪টি গাড়ি ট্র্যাকিং সিস্টেমে যুক্ত হলেও ভবিষ্যতে আরো অধিক সংখ্যায় গাড়ি এই সিস্টেমে যুক্ত হবে। বর্তমান বাকৃবি প্রশাসন ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যা কল্যাণকর সেসব বিষয়েই কাজ করছে । বিশ্ববিদ্যালয়ের যেকোনো সমস্যা পজেটিভভাবে , স্বচ্ছতার সাথে নিরসনে করতে বর্তমান প্রশাসন বদ্ধপরিকর।তিনি ভবিষ্যতে কেন্দ্রীয় লাইব্রেরী অটোমেশনের আওতায় যুক্ত করারও আশাবাদ ব্যক্ত করেন। তিনি সবাইকে সাথে নিয়ে এই বিশ্ববিদ্যালয়কে আরো সামনের দিকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।বাকৃবি পরিবহন শাখার পরিচালক প্রফেসর ড.মোহাম্মদ গোলজারুল আজিজ বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের উদ্দেশ্যে বলেন, আজ থেকে গাড়ি রিকুইজিশন সিস্টেম পুরপুরি অন-লাইন চালু করা হয়েছে। এখন থেকে ম্যানুয়াল কোন আবেদন গ্রহন করা হবেনা। এ ব্যাপারে তিনি সকলের সহায়তা কামনা করেন।