ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সী-মান্তে ৪ বাংলাদেশী আ-টক

গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ৪ জন বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ভারতীয় সীমান্তের ডাঙ্গীপাড়া নামক স্থান দিয়ে ভারতের ভূখণ্ডে ঘাস কাটতে গেলে টহলরত বিজিবি তাদের আটক করে।ধর্মগড় সীমান্ত বিজিবি ক্যাম্পসূত্র জানায়, এদিন দুপুরে সীমান্তের পিলার-৩৭৪/১ এর বিপরীতে ২৫০ গজ ভারতীয় অভ্যন্তরে ইসমাইল হোসেনের ছেলে ইলিহাস আলী(৭২)োছইব আলীর ছেলে আব্দুর রাজ্জাোক (৫৫), ইয়াজুল হকের ছেলে কামাল হোসেন (৩৫) ও দেলোয়ার হোসেনের ছেলে বাদশা মিয়া(৩২) কে আটক করা হয়। এরা সবাই পাশ্ববর্তী
হরিপুর উপজেলার মরাধার এলাকার বাসিন্দা। ঘটনার দিন এই ৪ বাংলাদেশী ঘাস কাটার উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে বিএসএফ এর নজরে পড়ে। বিএসএফ সাথে সাথে সংশ্লিষ্ট বিজিবি কর্তৃপক্ষকে বিষয়টি ফোনে জানালে ধর্মগড় সীমান্তের টহলরত দল বিজিবি নায়েক আজহারুল ইসলামের নেতৃত্বে তাদের আটক করে বাংলাদেশের বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। এ বিষয়ে ধর্মগড় সীমান্তের বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মমিনুর জানান ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করে ঘাস কাটতে যাওয়ার অপরাধে ৪ বাংলাদেশীকে আটক করা হয়েছে। এদের রাণীশংকৈল থানায় সোপর্দ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *