August 19, 2025, 8:00 pm
এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা।।
বগুড়ায় দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়িত এবং বিশ্বব্যাংক ও পিকেএসএফ-এর অর্থায়নে পরিচালিত SMART প্রকল্পের আওতায় মিনি গার্মেন্টস উপ-প্রকল্পের অবহিতকরণ কর্মশালা সোমবার ১৮ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার বনানী গাক টাওয়ারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন ও স্বাগত বক্তব্য দেন গাক-এর সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক ডিপার্টমেন্টের চিফ ইনস্ট্রাক্টর সৈয়দ মোঃ মামুনুর রশীদ। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ডিপার্টমেন্টের চিফ ইনস্ট্রাক্টর মোঃ শফিকুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিশ্বব্যাংক ও পিকেএসএফকে সময়োপযোগী এই প্রকল্পের অর্থায়নের জন্য ধন্যবাদ জানান এবং গাকের এই কার্যক্রমে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরও বলেন, এই প্রকল্পটি উদ্যোক্তাদের পরিবেশ বান্ধব ও টেকসই উৎপাদনে সহায়তা করবে এবং কারখানায় ‘সবুজ প্রবৃদ্ধি’ নিশ্চিত করবে। বিশেষ অতিথি মোঃ শফিকুল ইসলাম আধুনিক ও যুগোপযোগী পোশাক কারখানা স্থাপনে SMART প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করেন। কর্মশালায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং সার্বিক কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন গাক-এর সহকারী পরিচালক মোঃ জিয়াউদ্দিন সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ রহমত আলী। কর্মশালায় বগুড়া, গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার বস্ত্র উৎপাদন খাতের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, প্রতিনিধি, নানা শ্রেণির মানুষ, ব্যবসায়ী ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।