August 19, 2025, 8:00 pm
নিজস্ব প্রতিবেদক,রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সোহেল রানা গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লার মৃত মুজিবুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি হেরোইনসহ বিভিন্ন মাদকের ব্যবসা পরিচালনা করছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সোহেল রানা এলাকায় মাদক ব্যবসা বিস্তার করেছিলেন এবং নিজেকে প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। স্থানীয় সূত্র জানায়, তিনি পলাতক সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং এলাকায় ‘ওমর ফারুকের ভাগ্নে’ নামে পরিচিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক ছত্রছায়ায় তিনি বিপুল অর্থ-সম্পদ অর্জন করেন, একের পর এক জমিজমা কেনেন এবং প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতন চালাতেন। ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে পারতেন না।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, “গত বছরের ৫ আগস্ট থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সোহেল রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী।