August 20, 2025, 6:59 pm
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে পৃথক স্থান থেকে দুই ভুয়া ডিবি পুলিশ ও নকল সিগারেট বিক্রেতা দুইজনসহ ৪ জনকে গ্রেফতার।
বুধবার (২০ আগস্ট ২০২৫ইং) তারিখ সকালে ঘোষবাগ, আশুলিয়া এলাকায় জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহলের সময় টহল দলের কাছে আহত এক সিএনজি চালক সেনাবাহিনীর কাছে সহায়তা চান। ভুক্তভোগী জানান, চারজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার সিএনজি ছিনতাই করেছে এবং তাকে মারধর করে রাস্তায় ফেলে রেখে গেছে।
এ ঘটনার পরপরই সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ টহল দল অভিযানে নামেন। স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় ৩ ঘণ্টার অনুসন্ধানে ছিনতাই হওয়া সিএনজিটি ভাদাইলের একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। অভিযুক্তদের কাছ থেকে ছিনতাই হওয়া সিএনজি, ছিনতাই কাজে ব্যবহার করা সরঞ্জামসহ প্রায় ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। সেই সাথে আশুলিয়ার বাইপাইলে নকল সিগারেটসহ সাইফুল ও মেহেদী নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়ার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানায়।