আরিফ রববানী ময়মনসিংহ।।
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে খাদ্যশস্য সরবরাহের লক্ষ্যে ময়মনসিংহের সদর উপজেলার ১১টি ইউনিয়নের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের ব্রহ্মপুত্র হলরুমে এ উম্মুক্ত লটারি কার্যক্রমের আয়োজন করা হলে উদ্বোধনী দিনে ৩ টি ইউনিয়নের লটারী কার্যক্রম সম্পন্ন করা হয়। সময় স্বল্পতার কারণে একদিনে সকল ইউনিয়নের লটারী কার্যক্রম সম্পন্ন করতে না পারায়
বুধবার ২০ আগস্ট উপজেলার খাগডহর, সিরতা,কুষ্টিয়া ইউনিয়ন ব্যাতীত অবশিষ্ট
৮টি ইউনিয়নের লটারী সম্পন্ন হবে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম প্রিন্স।
উপজেলা খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত লটারি কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স । এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা,উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, উপজেলা সমাজ সেবা অফিসার মাকসুদা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ভাবখালী ইউনিয়নের প্রশাসক আসমা উল হুসনা ফাতেমা জান্নাতুল ফেরদৌস,পরিসংখ্যান অফিসার মেহেদী হাসান,মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, কোতোয়ালী বিএনপির সাবেক সাধারন সম্পাদক হেলাল আহমেদ,
বিএনপি নেতা ও বোরর চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাহারুল ইসলাম বুলবুল,সেনাবাহিনীর প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক গণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১১টি ইউনিয়নের জন্য মোট ২৪১টি আবেদন জমা পড়ে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১০৯টি আবেদন অযোগ্য বিধায় বাতিল করা হয় এবং ১৩২টি আবেদন চূড়ান্ত বাছাইয়ে যোগ্য উত্তীর্ণ হয়। এতে উপজেলার ১১টি ইউনিয়নে ৫৫জন আবেদনকারীকে উন্মুক্ত লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ডিলার হিসেবে নির্বাচিত করা হবে। এই নিয়ে মঙ্গলবার ১৯ আগস্ট লটারি কার্যক্রম শুরু হলে সময় স্বল্পতার কারণে উদ্বোধনী দিনে ৩ ইউনিয়নে লটারী সম্পন্ন করে বাকী ৮ ইউনিয়নের লটারী কার্যক্রম বুধবার ২০ আগস্ট অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেজাউল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স ইসলাম বলেন, “আমরা শতভাগ স্বচ্ছতার মাধ্যমে উন্মুক্ত পদ্ধতিতে এগারটি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ সম্পন্ন করতে কাজ করছি” তার পরেও কোন কারণে যদি কারো সন্দেহ হয়। তাহলে আমাদের নিকট লিখিত ভাবে আবেদন করলে ক্ষতিয়ে দেখা হবে।
অপরদিকে ৩ ইউনিয়নের ডিলার নিয়োগ প্রক্রিয়ার শেষে লটারীতে বিজয়ী এক ডিলার বলেন উন্মুক্ত লটারির মাধ্যমে সুযোগ পাওয়ায় আমি খুবই আনন্দিত। উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা স্বচ্ছতার সাথে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
Leave a Reply