জীবননগরের সব স্কুল-কলেজে মোবাইল নি-ষিদ্ধের সি-দ্ধান্ত

আল আমিন মোল্লা,
চুয়াডাঙ্গা প্রতিনিধি।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সকল স্কুল-কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মোবাইল ফোন নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন করেন। পরে উপস্থিত সদস্যরা বিষয়টি নিয়ে মতামত দেন এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন বলেন, “সম্প্রতি পাশ্ববর্তী মহেশপুর উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকদিন আগে উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। আজকের সভায় সকলের মতামতের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। সিদ্ধান্তের রেজুলেশন সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে এবং পরিচালনা কমিটির সভাপতিদের সঙ্গে বৈঠক করা হবে। সকলে এগিয়ে এলে বিদ্যালয় ও কলেজে মোবাইল নিষিদ্ধ করা সম্ভব হবে।”

এছাড়া সভায় টানা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, মৌসুমি সারের সংকট নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিংসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়।

সভায় ইউএনও মো. আল আমীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, বিজিবি প্রতিনিধি মোস্তাফিজুর, প্রেসক্লাব আহ্বায়ক রিপন হোসেন, সাংবাদিক আল আমীন মোল্লা, ওমর ফারুক প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *