জামালপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশসহ ইউএনও’র বিভিন্ন কর্ম-সূচি

আরিফ রববানী ময়মনসিংহ।।
জামালপুর সদরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে
শিশুদের মাঝে শিক্ষামূলক বই বিতরণ, লাইব্রেরি উদ্বোধন ও অভিভাবক সমাবেশসহ নানা কর্মসূচি হাতে নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। কর্মসূচির অংশ হিসাবে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাসিল গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ সহ শিক্ষার্থীদের মাঝে শিক্ষামূলক বই ও খেলাধুলার উপকরণ বিতরণ, লাইব্রেরি উদ্বোধন করেন তিনি।

মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আছাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি জামালপুরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ ছানা, মেষ্টা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে আজাদ মুক্তা, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শিক্ষা শুধু পরীক্ষার ফল নয়, এটি একটি প্রজন্ম গঠনের নির্মাণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে শুদ্ধ ও গুণগত করতে হলে প্রতিটি স্তরে আমাদের একসাথে কাজ করতে হবে”—এমন দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি।

উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি বলেন, “গুণগত শিক্ষা মানে শুধু পাসের হার নয়, বরং তা একজন শিক্ষার্থীর মূল্যবোধ, দক্ষতা ও ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখে।”তিনি তার বক্তব্যে শিক্ষার মৌলিক দিক, সামাজিক চ্যালেঞ্জ এবং করণীয় তুলে ধরেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুস্থ মানসিক বিকাশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষক ও প্রশাসনকে একযোগে দায়িত্ব পালন করতে হবে।”

প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আছাদ জানান, ইউএনও জিন্নাত শহীদ পিংকি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষামূলক বই ও খেলাধুলার উপকরণ তুলে দেন। পাশাপাশি তিনি বিদ্যালয়ে একটি পাঠাগার স্থাপন করেন এবং সব শ্রেণিকক্ষকে মাল্টিমিডিয়া শিক্ষার আওতায় আনতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *