আল আমিন মোল্লা,
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মারুফদাহ বাঁওড় অবশেষে ইজারাদার নিমাই হালদারের ছেলে নিতাই হলদারের কাছে বুঝিয়ে দিয়েছে প্রশাসন। সোমবার (১৮ আগস্ট) বিকেলে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখসহ প্রশাসনের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বাঁওড়টি হস্তান্তর করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে রায়পুর ইউনিয়নের আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী জোরপূর্বক বাঁওড় দখলে নেয়। এসময় তারা মারুফদাহ মৎস্যবীজী সমবায় সমিতির কাছ থেকে প্রায় ১৫-১৬ লাখ টাকার মাছ লুট করে নেয় বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তারা বাঁওড়টি দখলে রেখেছিল।
এরপর চলতি বছরের ১৩ জুলাই বাঁওড়ের ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ইজারার মাধ্যমে বাঁওড়টি পান নিতাই হলদার। তবে হস্তান্তর প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হয় এবং দখলদাররা বাঁওড় ছাড়তে অনাগ্রহ প্রকাশ করে। অবশেষে সোমবার বিকেলে প্রশাসনের হস্তক্ষেপে বাঁওড় ইজারাদারের নিকট বুঝিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে নিতাই হলদার বলেন, “অনেকদিন ধরে তারা বাঁওড় দখল করে রেখেছিল। ইজারা পাওয়ার পরও আমাদের কাছে হস্তান্তর করছিল না। তবে প্রশাসনের হস্তক্ষেপে আজ আমরা বাঁওড় বুঝে পেয়েছি।”
তিনি আরও জানান, বাঁওড় হস্তান্তরের দিন দখলদাররা দেশীয় অস্ত্র নিয়ে একত্রিত হয়েছিল। তবে প্রশাসন ও পুলিশের উপস্থিতির কারণে তারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারেনি। এসময় পুলিশ সদস্যরা দখলদারদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে।
Leave a Reply