August 18, 2025, 6:40 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজ বাংলাদেশ (সিবিএমসিবি)-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আয়োজনের মধ্যে ছিলো-বর্ণাঢ্য র্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, শিক্ষার্থীদের স্মৃতিচারণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা, আতশবাজি, সাংস্কৃতিক সন্ধ্যা ও মেগা রেফেল ড্র। এতে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
সোমবার(১৮ আগষ্ট) সকালে কলেজ প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সিবিএমসিবি’র উদযাপন কমিটির আহবায়ক ডাঃ মামুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ডাঃ শেখ মোঃ আব্দুল মান্নান। তিনি তার বক্তব্যে বলেন- মাত্র ৩০ জন মিলে ৩১বছর আগে কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন। ওই সময় অনেকেই ভাবতেই পারেননি যে এটি এত দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হয়ে উঠবে। তিনি বলেন, ‘চিকিৎসা পেশা সত্যিকার অর্থে একটি মহৎ পেশা।
ডাক্তার নাহিদা ইসলাম নিপা, ডাঃ আঞ্জুমান আরা ও ডাঃ সামসু রহমান সনির যৌথ সঞ্চালনায় এতে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কলেজের অধ্যক্ষ এবং প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ডাঃ মাহফুজুর রহমান খান চৌধুরী, অধ্যাপক ডাঃ এম করিম খান, অধ্যাপক ডাঃ মোঃ মোরশেদ আলম, অধ্যাপক ডাঃ মির্জা হামিদুল হক, অধ্যাপক মির্জা মনজুরুল হক, ডাঃ খাইরুল ইসলাম, বাংলাদেশ বেসরকারি হাসপাতাল ক্লিনিক ডায়াগোনেস্টিক ও নার্সেস এসোসিয়েশন ময়মনসিংহের সভাপতি ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী। এছাড়াও কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এরআগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুন ও পায়রা উড়িয়ে এবং বর্ণাঢ্য আনন্দ র্যালী করে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় উদযাপন কমিটির যুগ্ন সম্পাদক ডাঃ ইমদাদুল হক শাকিল, অর্থ কমিটির আহবায়ক ডাঃ মোঃ তোফায়েল উদ্দিন আহমেদসহ সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
উল্লেখ্য-ময়মনসিংহ শহর থেকে ১০ কি.মি দূরে ১৯৯৫ সনে ১৩ একর জমির উপর গড়ে উঠেছে বৃহত্তর ময়মনসিংহের একমাত্র বেসরকারী মেডিকেল কলেজ ‘‘কমিউনিটি বেজড মেডিকেল কলেজ (সিবিএমসি)’’। ছাত্রছাত্রীদের প্রশিক্ষনের জন্য কলেজের সাথে তৈরী করা হয়েছে ৫০০ শয্যা বিশিষ্ঠ একটি হাসপাতাল। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশাল ক্যাম্পাস এবং আবাসিক হোস্টেল। এছাড়াও রয়েছে লাইব্রেরী, কম্পিউটার এবং ইন্টারনেটের সুব্যবস্থা, কমন রম্নম এবং টিচার্স- স্টুডেন্ট্স ফোরাম। প্রতি সপ্তাহে ১টি করে সেমিনার অনুষ্ঠিত হয় ছাত্র-ছাত্রীদের ক্লিনিক্যাল শিক্ষার জন্য। এ পর্যমত্ম কলেজ থেকে ৪৪৮ জন এমবিবিএস কোর্স সম্পন্ন করে বের হয়েছে। বৃহত্তর ময়মনসিংহের একমাত্র বেসরকারী মেডিকেল কলেজ ‘‘কমিউনিটি বেজড মেডিকেল কলেজ’। এটি ১৯৯৫ সালে কমিউনিটি হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। এখানে ১ বছর মেয়াদী হাতে-কলমে শিখনসহ (Internship) স্নাতক পর্যায়ের ৫ বছর মেয়াদি এম.বি.বি.এস. শিক্ষাক্রম চালু রয়েছে।
এ কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হচ্ছেন মরহুম মোফাখখারুল ইসলাম। বর্তমান এক্সিকিউটিভ প্রেসিডেন্ট প্রফেসর সিদ্দিকুর রহমান।
সম্প্রতি এক্সিকিউটিভ প্রেসিডেন্ট প্রফেসর সিদ্দিকুর রহমান, ট্রেজারার প্রফেসর সাবিবর আহমেদের উদ্দ্যোগে হাসপাতালের সেবার মান বৃদ্ধি ও স্বচ্ছতা আনয়নের লক্ষে সকল বিভাগে সফটওয়্যার চালু করা হয়েছে।