August 17, 2025, 7:37 pm
এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা।।
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে লালমনিরহাট জেলার সকল উপজেলায় একযোগে শুরু হয়েছে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের সার্বিক দিক নির্দেশনাশ সারা দেশের আনসার ভিডিপি বাহিনীর চলমান বৃক্ষ রোপণ কমসূচির অংশ হিসাবে লালমনিরহাট জেলার সম্মানিত আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলাম এর ব্যবস্থপনা ও নেতৃত্বে ১৭ আগস্ট রবিবার লালমনিরহাট জেলা কাযালয়ে বৃক্ষ রোপণ কমসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই সাথে জেলার পাঁচটি উপজেলা কার্যালয় ও উপজেলার বিভিন্ন আনসার- ভিডিপি ক্লাব প্রাঙ্গণে এই বৃক্ষ রোপণ অভিযান শুরু হয়।লালমনিরহাট জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, সদর উপজেলা, আদিতমারী, কালীগঞ্জ, হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলার আনসার-ভিডিপি ক্লাব, সমিতি প্রাঙ্গণসহ সংশ্লিষ্ট বিভিন্ন এলাকায় একযোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা। জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার সম্মানিত জেলা কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলাম, সার্কেল এডজুটেন্ট মোঃ সাজিদুল ইসলাম, পাটগ্রাম উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আরেফিন উদ্দিন, কালীগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিরোজনী রায়, উচমান সহকারী মোঃ কাশেম আলী, সদর উপজেলা প্রশিক্ষিক এবং জেলা কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও, উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত পৃথক পৃথক বৃক্ষ রোপণ কার্যক্রমে স্ব স্ব উপজেলার উপজেলা আনসার- ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, প্রশিক্ষিকা, দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার এবং বিপুলসংখ্যক ভিডিপি সদস্যগণ অংশ গ্রহণ করেন। জেলা কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলাম, সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে আনসার ভিডিপি সদস্য ও সাধারণ মানুষের বৃক্ষ রোপণ করা ও তার পরিচর্যা করার পরামর্শ দেন। মহাপরিচালক মহোদয়ের আহবানে দেশের সবুজ বিপ্লবে অংশ গ্রহণে সবাই কে এই বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ গ্রহণের আহবান জানান। জেলা কমান্ড্যান্ট বলেন, দেশের পরিবেশ রক্ষার মাধ্যমে একটি উন্নত ও টেকসই বাংলাদেশ গড়তে আনসার ও ভিডিপি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে যাবে।