August 18, 2025, 2:03 pm
দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৮আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। আলোচনা সভায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ ফজল ইবনে কাওছার আলী, বীরগঞ্জ থানার অফিসার্স ইনচাজ আব্দুল গফুর সহ জনপ্রতিনিধি, মৎস্য চাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
সভায় বক্তারা বলেন, জাতীয় মৎস্য সপ্তাহের মূল লক্ষ্য হচ্ছে “মাছ উৎপাদন বৃদ্ধি, স্মার্ট বাংলাদেশ গড়ি” স্লোগানকে বাস্তবে রূপ দেওয়া। তারা আরও বলেন, বীরগঞ্জ উপজেলায় মাছ চাষে ব্যাপক সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য উৎপাদন বাড়ানো গেলে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।