August 18, 2025, 12:45 pm
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ‘অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছ দেশ ভরি” এই প্রতিপাদ্য রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয মৎস্য ২০২৫ সপ্তাহ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন কর্মসূচী থাকছে ১৮আগষ্ট থেকে ২৪ আগষ্ট পর্যন্ত।
আলোচনা সভায় খালেদ মোশারফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জামাতের ভারপ্রাপ্ত আমির বাবুল আহম্মেদ, উপজেলা কমিউনিষ্ট পার্টি সভাপতি প্রভাত সমীর শাহাজাহান আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, মৎস্য চাষী খলিলুর রহমান ও ফজলুল করিম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, জুলাই যোদ্ধা আবু সালেহ মোহাম্মদ সিয়াব, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া, মৎস্য চাষী ও বিভিন্ন পেশার মানুষ।