August 18, 2025, 4:54 pm
পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের পৌর এলাকায় সেনাবাহিনীর অভিযানে ১২ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই লাখ টাকা ও ১৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। রবিবার রাতে পৌরসভার ডোকরো পাড়া এলাকায় অভিযানের নেতৃত্বে দেন পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হক। পরে আটক জুয়ারিদের সদর থানা পুলিশের হাতে হস্তান্তর করে সেনাবাহিনী।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, পঞ্চগড় পৌরসভার ডোকরো পাড়া এলাকায় বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুনের বাসায় জুয়ার ব্যবসা চলছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় দুই লাখ ১৩ হাজার ৭৯০ টাকা, নয়টি বাটন ফোন ও চারটি স্মার্ট ফোন জব্দ করা হয়।
মামুন নিজেকে বিএনপি নেতা দাবি করে জুয়ার আসর প্রতিদিন বাসায় চালাতেন বলে জানা গেছে।