August 17, 2025, 7:28 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
নেছারাবাদের রাজবাড়ী ডিগ্রী কলেজের নবনির্বাচিত গ-ভর্নিংবডির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ নেছারাবাদে ডাকযোগে দুই জামায়াত নেতাকে চিঠি পাঠিয়ে ভ-য়ভীতি দেখিয়ে চাঁদাদা-বি লালমনিরহাটে আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ অভি-যান শুরু : পরিবেশ রক্ষা-য় বৃহৎ উদ্যোগ কক্সবাজার জেলা আনসার বাহিনীর বৃক্ষ রোপণ অভিযান: বাস যোগ্য পৃথিবী গড়ার অ-ঙ্গিকার ময়মনসিংহ সদর এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুল-তে চাই- কামরুল আহসান এমরুল ফুলবাড়িয়ায় প্রায় লা-খ টাকার কারেন্ট জাল পো-ড়াল প্রশাসন মোরেলগঞ্জে বিএনপির দ্বি-বার্ষিক স-ম্মেলন সভাপতি শহিদুল হক বাবুল সম্পাদক মেহেদী হাসান ময়মনসিংহে এক কেজি গাঁ-জাসহ মাদ-ক ব্যব-সায়ী গ্রে-প্তার বরগুনার তালতলীতে বিএনপির সদস্য ফরম বিত-রণ ও নবায়-ন কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে ট্রেইনি রিক্রু-ট কনস্টেবল পদে নিয়োগ-২০২৫ সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
নেছারাবাদে ডাকযোগে দুই জামায়াত নেতাকে চিঠি পাঠিয়ে ভ-য়ভীতি দেখিয়ে চাঁদাদা-বি

নেছারাবাদে ডাকযোগে দুই জামায়াত নেতাকে চিঠি পাঠিয়ে ভ-য়ভীতি দেখিয়ে চাঁদাদা-বি

আনোয়ার হোসেন,
নেছারাবাদ উপজেলা সংবাদদাতা //

নেছারাবাদে ডাকযোগে দুই জামায়াত নেতার নামে চিঠি পাঠিয়ে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদাদাবি এবং রাজনীতি ছেড়ে দেয়ার হুমকি প্রদান করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার ১৬ই আগষ্ট পিরোজপুরে নেছারাবাদ উপজেলার ০৮নং সমুদয়কাঠী ইউনিয়নের বাংলাদেশ জামায়েতে ইসলামী শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি এর সভাপতি আব্দুর রহমান ডাকযোগের মাধ্যমে একটি চিঠি প্রাপ্ত হয়।ঐ চিঠিতে আব্দুর রহমানকে জাময়েতে ইসলামীর রাজনীতি ছেড়ে দেয়ার জন্য হুমকি প্রদান করা হয়েছে এবং তার কাছ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে। ঐ চিঠির খামের উপর প্রেরকের নাম ঠিকানা লেখা ছিলো, মোঃ কবির মিয়া, কামারকাঠী বাজার, নেছারাবাদ, পিরোজপুর, মোবাইল নম্বরটি উল্লেখ ছিলো।

অপরদিকে গত ১৩ই আগষ্ট ০৮নং সমুদয়কাঠী ইউনিয়নের বাংলাদেশ জামায়েত ইসলামী ওলামা বিভাগের সভাপতি মোঃ শরিফুল ইসলামকে জামায়েত ইসলামী রাজনীতি ছেড়ে দেয়া সহ ভয়ভীতি ও হুমকি দিয়ে একটি চিঠি প্রাদান করে। উক্ত চিঠির খামের উপর প্রেরকের মোবাইল নম্বর সহ লেখা ছিলো মোঃ জাহিদ সিকদার, স্বরূপকাঠী পৌরসভা, নেছারাবাদ, পিরোজপুর।

উক্ত চিঠি প্রাপ্তির পর তারা দুজনেই জামায়েতে ইসলামী বাংলাদেশ এর উর্ধতন নেতার পরামর্শে থানায় আইনগত সহায়তার জন্য অভিযোগ করেন। উক্ত চিঠিতে এমন কিছু উল্লেখ ছিলো যেমন, ৭১এর রাজাকার এই মুহুতে বাংলাছাড়,
আঃ রহমান তুই বেশী ফাল পারিস না। মাষ্টারী এবং দোকানদারী করতে চাও করো, নেতা সাজিওনা, নেতা গিরি করতে চাইলে বিএনপিতে আসো। তোর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে দোকানদারি করতে চাইলে ৫০ হাজার টাকা দিতে হবে।এছাড়াও বিভিন্ন স্লোগান লেখা ছিলো জামাত শিবির রাজাকার এই মুহুর্তে বাংলা ছাড়, আওয়ামীলীগ-বিএনপি ভাই ভাই, সমুদয়কাটির মাটি বি.এন.পির ঘাটি। ডাকযোগে চিঠি পাঠিয়ে এভাবে ভয়ভীতি ও চাঁদা দাবির ঘটনায় সমুদয়কাঠি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সমূদয়কাঠী ইউনিয়ন ফোরাম প্রধান সমন্বয়ক ও মিরপুর ওয়ার্ড সেক্রেটারি ইঞ্জিনিয়ারিং ফোরাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসাদুল আলম বলেন, ৫ই আগষ্টের পর এধরণের ঘটনা দুঃখ জনক ঘটনা, আসলে আমরা বুঝতে পারতেছিনা করা এটি করেছে। চিঠিতে বিভিন্ন স্লোগান লেখা ছিলো যেগুলো আপত্তিকর। আমরা সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককে জানিয়েছি। এবং বিষয়ে থানায় একটা অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর স্বরূপকাঠি পৌর শাখার আমির মাওলানা জহিরুল ইসলাম বলেন,দিন দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় বিএনপি বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতে চাইছে আমরা যাতে মাঠ পর্যায়ে কর্মি তৈরি করতে না পারি, সভা সেমিনার
করতে না পারি। এজন্য তারা ষড়যন্ত্র করতেছে এটাও হয়তো তার একটি অংশ এজন্য আমাদের থেমে থাকলে চলবে না। সুতারং এরকম উড়োচিঠিতে কান দিয়ে লাভ নাই বাংলার মাঠিতে ইসলামি রাষ্ট্র ক্ষমতায় আনতে হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প নাই।

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ বনি আমিন জানান, আমারা দুটি লিখিত অভিযোগ পেয়েছি, অলরেডি আমরা অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD