নেছারাবাদের রাজবাড়ী ডিগ্রী কলেজের নবনির্বাচিত গ-ভর্নিংবডির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ

নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।।

পিরোজপুরে নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী রাজবাড়ী ডিগ্রী কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সভায় কলেজের গভর্নিং বডির নতুন সদস্যদের পরিচিতি দেওয়া হয় এবং অভিভাবকদের সাথে শিক্ষার মান, কলেজের কার্যক্রম, ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার রাজবাড়ী ডিগ্রী কলেজ মিলনায়তনে এ পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশে রাজবাড়ী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মো. ফকির শাহ্ নাসির উদ্দিন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম সহ সকল শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী,রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। তারা কলেজের উন্নয়ন, শিক্ষার্থীদের সাফল্য এবং শিক্ষার পরিবেশ নিয়ে তাদের চিন্তাভাবনা এবং পরামর্শ শেয়ার করেন। অভিভাবকগণও তাদের সন্তানদের শিক্ষাগত উন্নতির জন্য সহযোগিতার প্রস্তাব জানান।

রাজবাড়ী ডিগ্রী কলেজের গভর্নিংবডির নবনির্বাচিত সভাপতি মো. শাহ্ নাজিম উদ্দিন মুনান তার বক্তব্যে বলেন, “আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা এখানে একত্রিত হয়েছি নতুন গভর্নিং বডির সাথে পরিচিত হতে এবং অভিভাবকদের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও দৃঢ়তর করার জন্য। আমাদের কলেজটি শিক্ষার মান উন্নয়নে সব সময় চেষ্টা করে আসছে এবং আমি বিশ্বাস করি, নবগঠিত গভর্নিং বডি এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।”

তিনি আরো বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে ছাত্রছাত্রীদের সম্ভাবনাকে উদ্বোধন করা এবং তাদের সৃজনশীলতা ও মননশীলতাকে সঠিক পথে পরিচালিত করা। অভিভাবকদের সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যারা সন্তানদের জন্য উন্নত শিক্ষার খোঁজ করেন, তারাই আমাদের পাশে থাকলে আমরা সফলতা অর্জন করতে পারব।”

সভাপতি সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানান, যেন তারা কলেজের কার্যক্রমে অংশ নেন এবং শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নের জন্য সক্রিয় সহযোগিতা করেন। তিনি বলেন, “শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা একটি সামগ্রিক প্রক্রিয়া যা পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠান মিলে গঠন করে। আমরা সকলেই মিলেই চেষ্টা করলে রাজবাড়ী কলেজকে আরো উচ্চ শিখরে নিয়ে যেতে পারব।”

অনুষ্ঠানের শেষে, নতুন গভর্নিং বডির সদস্যদের উৎসাহিত করে বলেন, “আমরা সবাই মিলে কাজ করব। রাজবাড়ী ডিগ্রী কলেজকে আরো দূরদর্শী, প্রতিশ্রুতিবদ্ধ ও উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার জন্য আমাদের একযোগে কাজ করতে হবে।

আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *