August 18, 2025, 2:31 pm
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে কোরআনের হাফেজ নিখোঁজ মো. ইমরানের সিকদারের(৩০) মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর ১৮ আগস্ট সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কুশঙ্গল ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেন এলাকাবাসী। মৃত মো.ইমরান হোসেন উপজেলার মানপাশা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ইউনুচ আলী সিকদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান সিকদার গত রোববার সকালে (১৭ আগষ্ট) নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করে ওদিন তাকে আর পাওয়া যায়নি। পরে সোমবার সকালে ইমরানের লাশ কুশঙ্গল ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। তারা আরও জানান, ইমরান বিগত কয়েক বছর ধরে মানুসিক সমস্যায় ভুগছিলেন। তিনি বিবাহিত এবং এক( ১) বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে তার।
নলছিটি থানার ওসি মো.আব্দুস ছালাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।