তানোরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আ-লোচনা সভা

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠান শেষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট সোমবার সকালে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক লিয়াকাত সালমান।
উপজেলা সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য প্রকৌশল) জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বার্নাবাস হাসদা, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ, উপজেলা প্রকৌশলী নুরনাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, খাদ্য নিয়ন্ত্রক শেখ মলিউজ্জামান সজীব, সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলম, ইউডিএফ (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ মফিজুল ইসলাম মুন্নাপ্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও লিয়াকাত সালমান বলেন, মৎস্য সম্পদের উৎপাদন বাড়াতে হলে শুধু সরকার নয়, জনগণকেও সচেতন হতে হবে। প্রকৃতি ও জলজ সম্পদ সংরক্ষণে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা শেষে তানোর উপজেলার মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় মৃদুল হোসেন, মনিরুল ইসলাম ও সহিদুল ইসলাম নামে তিন সফল মৎস্যচাষীকে এবং নারীর আত্মকর্মসংস্থান তৈরিতে অবদান হিসেবে এফএইচ এসোসিয়েশন তানোর এরিয়া প্রোগ্রাম কার্যালয়কে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *