ঝিনাইদহে মহেশপুরে দত্তনগর বীজ উৎপাদন খামারের শ্রমিকদের কর্মবি-রতি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে এশিয়ার বৃহত্তম বীজ উৎপাদন খামার দত্তনগরের শ্রমিক নিয়োগ সংক্রান্ত নীতিমালা বাতিলের দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রার (১৫ আগষ্ট) বিকেলে দত্তনগর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে দত্তনগরের করিঞ্চা, গোকুলনগর, কুশাডাঙ্গা, পাথিলা ও মথুরা বীজ উৎপাদন খামারের শ্রমিকেরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

শ্রমিকেরা জানান, চলতি বছরের ১৫ এপ্রিল ২০২৫ গৃহীত ‘দত্তনগর দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫’ বাতিল করে ২০১৭ সালের ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা’ অবিলম্বে কার্যকর করতে হবে। একই সঙ্গে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন চার মাসের ছুটি নিশ্চিত করা, বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ, বছরে দুটি উৎসবভাতা ও বৈশাখী ভাতা প্রদান, অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ, মৌসুমি শ্রমিক পদ্ধতির অবসান এবং মাসে ৩০ দিনের হাজিরা নিশ্চিত করার দাবি তোলেন তাঁরা।

সমাবেশে বক্তব্য দেন বিএডিসি শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক মো. জোনায়েদ, কেন্দ্রীয় সমন্বয়ক রুহুল আমিন, ওয়াসিম আকরাম, সবুজ মিয়া, সোহেল রানা ও রিপন সরদার। সে সময় বক্তারা অভিযোগ করেন, বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও তাঁরা তাদের ন্যায্য সুবিধা পাচ্ছে না। তাঁদের ভাষায় ‘আমাদের দাবি অবিলম্বে না মানা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকে।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *