প্রেস বিজ্ঞপ্তি।
কুড়িগ্রাম আদালতে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের এবং কুড়িগ্রাম জেলায় মোবাইল কোর্ট অভিযানে ১টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সময় বিএসটিআই আইন- ২০১৮ এর ১৫ ও ২১ ধারা লংঘনের কারণে নিম্ন বর্ণিত ০২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, কুড়িগ্রাম বরাবর মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরকৃত প্রতিষ্ঠানগুলি হচ্ছে:
০১। মোঃ বেলাল হোসেন (২৮), মেসার্স বেলাল রোবো ফ্যাক্টরী, টাপুরচর, বুড়িরহাট, হলোখানা, সদর, কুড়িগ্রাম; পণ্য- ফার্মেন্টেড মিল্ক, মামলা নং- সিআর-৭৪৮/২৫ কুড়ি:
০২। মোঃ আলমগীর গাজী (৩৬), মেসার্স আতিফা ফুড প্রোডাক্টস, ধানের চাতাল, সিএন্ডবি ঘাট, সদর, কুড়িগ্রাম; পণ্য- আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংকস ও চিপস, মামলা নং- সিআর-৭৪৯/২৫ কুড়ি:
একইসাথে ১৮.০৮.২০২৫খ্রি. তারিখে জেলা প্রশাসন, কুড়িগ্রাম এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সমন্বয়ে সদর, কুড়িগ্রামে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে- মেসার্স মুকুল বেকারী, খলিলগঞ্জ, সদর, কুড়িগ্রাম প্রতিষ্ঠানকে বিস্কুট ও ব্রেড পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত উৎপাদন, বিক্রয়-বিতরণ করায় ” ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮” এর ২৪(১)/৪১ ধারায় ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর অফিসের কর্মকর্তা খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ আহসান হাবীব, পরিদর্শক (মেট্রোলজি)।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply