ফুলবাড়িয়ায় প্রায় লা-খ টাকার কারেন্ট জাল পো-ড়াল প্রশাসন

আরিফ রববানী ময়মনসিংহ।।
ফুলবাড়িয়ায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকার চায়না দুয়ারী(অবৈধ) জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরবর্তীতে নিরাপদ জায়গায় এনে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়।

শনিবার (১৬আগস্ট) বিকেলে উপজেলার বড়বিলা এলাকায় অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করেন উপজেলা প্রশাসনের নেতৃত্ব আয়োজিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর নেতৃত্বে মৎস্য বিভাগসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা বরবিলা এলাকায় এ অভিযান চালায়। এ সময় শতাধিক নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ কারেন্ট জাল সংগ্রহ করার অপরাধে একজনকে জরিমানা করা হয়। একই সঙ্গে পরবর্তীতে এ ধরনের অবৈধ কারেন্ট জাল সংগ্রহ না করতে সাবধান করা হয় প্রশাসনের পক্ষ থেকে। পরে সেখান থেকে জব্দ জালগুলো শহরের স্থানীয় নদীর পাশে নিরাপদ স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম জানান, কিছু অসাধু মাছ শিকারীরা সুযোগ বুঝে এসব অবৈধ জাল ক্রয়ের পর বিভিন্ন খালে,বিলে নদী নালায় মাছ শিকার করছে। তবে এবার নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়।মৎস্য সম্পদ রক্ষার্থে আগামীতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *