August 16, 2025, 5:10 pm
এম এ আলিম রিপন,সুজানগর ঃ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পাবনার সুজানগরে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনেএক বর্ণাঢ্য জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নন্দিতা সিনেমা হল রোডের হরিবাসর মন্দির চত্বরে গিয়ে শেষ হয়।
পরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুজানগর উপজেলা শাখার সভাপতি শ্রী সুবোধ কুমার নাটোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সাহার সঞ্চালনায় মন্দিরে অনুষ্ঠিত ধর্ম সভায় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সুজানগর পৌর সভাপতি জয়ন্ত কুমার কুন্ডু, সেক্রেটারি বিদ্যুৎ কুমার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুজানগর পৌর শাখার সভাপতি বিজন কুমার পাল, হরিবাসর মন্দির কমিটি সভাপতি অজিত কুমার বিশ্বাস, স্বপন বিশ্বাস ও অচিন্ত্য সাহা প্রমূখ ।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।