August 16, 2025, 3:14 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি- জয়পুরহাটে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি পালন তেঁতুলিয়ায় সীমান্তে যুব-কের গু-লিবিদ্ধ ম-রদেহ উদ্ধার রাজশাহীতে কোচিং সেন্টার ঘিরে অভি-যান, অ-স্ত্র-সর-ঞ্জাম উদ্ধা-রসহ আ-টক ৩ তানোরে ছাত্রদলের আলোচনা সভা ও দো-য়া মাহফিল মান্নারগাও ইউনিয়ন বিএনপি কলিমউদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাবুগঞ্জের গণতন্ত্র পু-নরুদ্ধারে ৩১ দফা কর্মসূচি বাস্ত-বায়ন জরুরি : সেলিমা রহমান সাভারে সরকারি প্রাথমিক বিঃ সহকারী শিক্ষক সমিতি নবনির্বাচিত কমিটির অভি-ষেক সভা অ-নুষ্ঠিত সাংবাদিক অনিককে হ-ত্যার চেষ্টাসহ সাংবাদিকদের উপর নৃ-শংস হা-মলার প্রতি-বাদে মান-ববন্ধন অনুষ্ঠিত বাবুগঞ্জের ফেরদৌস হাসান মারুফ ভর্তি পরিক্ষায় বিশ্ববিদ্যালয় উত্তীর্ন নোয়াখালীতে বঙ্গবন্ধুর শাহা-দাত বার্ষিকীতে মিলাদ মাহফিলের আয়োজন, ইমাম-মুয়াজ্জিনসহ আ-টক ৩
সীমান্তে নি-খোঁজে ৪ দিন পড়ে গু-লিবিদ্ধ যুবকের ম-রদেহ উ-দ্ধার

সীমান্তে নি-খোঁজে ৪ দিন পড়ে গু-লিবিদ্ধ যুবকের ম-রদেহ উ-দ্ধার

মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি ;

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শুকানী সীমান্ত এলাকায় নদী থেকে মানিক হোসেন (৩৫) নামে এক গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ ৷

আজ শনিবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের সীমান্তের করতোয়া-সাও নদীর মিলনস্থল (দো মুখা) নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়৷

জানা গেছে,শনিবার সকালে স্থানীয়রা বালু তুলতে গেলে সাও ও করতোয়া নদীর মিলিত স্থানে লাশ ভেসে আসতে দেখে।স্থানীয়সহ তার পরিবারের লোকজন কাছে গেলে লাশটি পরিচয় মিলে।পরে পুলিশ আসে লাশ উদ্ধার করে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আইবুল হক জানান, মানিক চোরাচালানের সাথে জরিত ছিল।তবে মাঝে ভাল হয়ে পাথরের ব্যবসা করছিলেন।লোভ না ছাড়তে পারে বৃষ্টি হওয়ায় গত চারদিন আগে চোরাচালানে জরিতদের সাথে ভারতে যায়।ফিরে না আসায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বিজিপির কাছে মানিকের অবস্থান জানতে চাইলে উভয় পক্ষই কোন তথ্য দিতে পারেন নি।
বিএসএফ আগেই গুলি করে হত্যার পর,লাশ কয়েকদিন রেখে শনিবার সকালে বাংলাদেশের নদীতে ভাসিয়ে দেয় বলেও জানান তিনি।
জানা গেছে, মৃত মানিক হোসেন একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার তবিবুর রহমানের ছেলে।
গত চার দিন ধরে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হন তিনি৷

মানিক বিএসএফের গুলিতে মারা গেছে বলে পুলিশ জানালেও বিজিবি তা নিশ্চিত করেনি – কার গুলিতে মারা গেছে তা তদন্ত করছে বলে জানায় তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানান, গত বুধবার রাতে ১৮-২০ জনের একটি দল পঞ্চগড়ের তেঁতুলিয়া শুকানী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গরু আনতে যায়৷

এসময় গরু নিয়ে ফেরার সময় ভোররাত ওই দলকে বিএসএফ সদস্যরা ধাওয়া দিলে সবাই বাংলাদেশে ফিরে আসলেও মানিকসহ চার জন নিখোঁজ হয়৷

এদিকে কয়েক দিন পর আজ শনিবার সকালে দেবনগড় ইউনিয়নের শুকানী সীমান্তের করতোয়া-সাও নদীর মিলনস্থল (দো মুখা) নদী এলাকায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

পরে স্থানীয়রা ঘটনাস্থল গিয়ে পুলিশ, বিজিবি ও তার পরিবারকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মানিকের মরদেহ শনাক্ত করেন। পরে দুপুরে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতল শেষে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তবে মরদেহের মাথায় গুলিরে চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে৷
এদিকে আজ সকালে শুকানী সীমান্তে বিজিবি ও বিএসফের পতাকা বৈঠকের মাধ্যমে এক ব্যক্তিকে ফেরত দিয়েছে বিএসএফ৷

এদিকে তেঁতুলিয়া মডেল থানার ওসি তদন্ত নজির হোসেন নদী থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD