সাভারে সরকারি প্রাথমিক বিঃ সহকারী শিক্ষক সমিতি নবনির্বাচিত কমিটির অভি-ষেক সভা অ-নুষ্ঠিত

হেলাল শেখঃ ঢাকা জেলার সাভার উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি নবনির্বাচিত কমিটির অভিষেক ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু সাবেক সংসদ সদস্য ঢাকা-১৯। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুবকর সরকার, সাভার উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আলমগীর হোসেন।

ঢাকা জেলার সাভার উপজেলায় যুব উন্নয়ন ইঃ শনিবার (১৬ আগষ্ট ২০২৫ইং) সকাল ১১ টায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি জনাব মোঃ আম্বর আলী।

উক্ত অভিষেক ও আলোচনা সভায় সাভার উপজেলার বিভিন্ন স্কুল থেকে আসা চার শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন, এসময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষার মান উন্নয়ন বৃদ্ধি করতে হবে, সঠিকভাবে শিক্ষকদের দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি। এ ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুবকর সরকার শিক্ষকদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিয়ে বলেন, কোনো প্রকার অনিয়ম করা যাবে না। উক্ত অভিষেক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রশাসন ও শিক্ষকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *