August 16, 2025, 3:11 pm
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
রাষ্ট্রীয় মর্যাদায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১৬ আগস্ট) বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র বিশ্বাসকে কোটালীপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে শেষকৃত্য সম্পন্ন করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুম বিল্লাহ ও কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অফ অনার প্রদান করেন এবং ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় কোটালীপাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র বিশ্বাস, মধুসুধন বিশ্বাস (মন্টু), প্রভাত চন্দ্র রায়, নারায়ণ চন্দ্র বাগচী, নরেন্দ্র নাথ বাড়ৈ, মোজাসের হোসেন ঠাকুর, শেখ আব্দুল মান্নান, আবুল কালাম আজাদ দাড়িয়া সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে তিনি নিজ বাড়ীতে হঠাৎ স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদ্যপ্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র বিশ্বাস কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভূতের বাড়ী গ্রামের প্রয়াত প্রিয় লাল বিশ্বাস ও মহারানী বিশ্বাসের ছেলে।
১৯৫৩ সালের ১০ জুলাই তিনি জন্ম গ্রহণ করেন। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে তিনি এদেশের মানুষকে শত্রুর হাত থেকে ও পাকিস্তানী হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করেছেন। তার এই ত্যাগ অবিস্মরণীয় হয়ে থাকবে চিরকাল। মৃত্যুকালে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন।