রাজশাহীতে কোচিং সেন্টার ঘিরে অভি-যান, অ-স্ত্র-সর-ঞ্জাম উদ্ধা-রসহ আ-টক ৩

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টার ঘিরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়।

শনিবার সকালে শুরু হওয়া এ অভিযানে আটক হন ইংরেজি শিক্ষক ও ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টারের মালিক মোন্তাসেবুল আলম আনিন্দো। এছাড়া সন্দেহভাজন হিসেবে মো. রবিন ও মো. ফয়সাল নামের আরও দুজনকে আটক করা হয়।

সেনাবাহিনীর দুপুরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র, গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশীয় অস্ত্র, সাতটি বিদেশি ধারালো ডেগার, পাঁচটি ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, বিভিন্ন দেশি-বিদেশি কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিমকার্ড, বোমা তৈরির সরঞ্জাম, ছয়টি কম্পিউটার সেট, ৭ হাজার ৪৪৫ টাকা, দেশি-বিদেশি মদ এবং ১১টি নাইট্রোজেন কার্টিজ। উদ্ধার করা বিস্ফোরক দ্রব্য পরে বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক আনিন্দো আওয়ামী লীগ নেতা ও রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের চাচাত ভাই। কয়েক বছর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন, যদিও পরে ওই মামলা থেকে অব্যাহতি পান।
আনিন্দোর বিরুদ্ধে জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে যৌথ বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো আরও তদন্ত শুরু করেছে এবং অভিযানের কার্যক্রম বর্তমানে চলমান। অবৈধ অস্ত্র, বিস্ফোরক কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ভবিষ্যতেও সেনাবাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *