August 16, 2025, 3:09 pm
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলার বেলতলী মেডিকেল মোড় এলাকায় মাদক বিরোধী অভিযানে ৬ পুড়িয়া হেরোইন সহ গ্রেফতার হয়েছেন কুখ্যাত মাদক ব্যবসায়ী নুর হোসেন বোয়াইল (৫০)। আজ বিকেল ৪টায় তারাগঞ্জ সেনা ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। নুর হোসেনের বাড়ি উপজেলার কুর্শা ইউনিয়নের জিগারতল এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, নুর হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে ৬ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যা মাদক-শাবিদের কাছে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছিল।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এম এ ফারুক জানান, “নুর হোসেন এলাকার মাদক ব্যবসার একটি বড় মাথা। তার গ্রেফতারের মাধ্যমে মাদকের বিস্তার রোধে এক ধাপ এগিয়েছে । তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে ।”
স্থানীয়রা জানান, নুর হোসেনের মাদক ব্যবসার কারণে এলাকার তরুণ সমাজের একটি বড় অংশ মাদকাসক্তির দিকে ঝুঁকছিল। তার গ্রেফতারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং এই অভিযানের প্রশংসা করেছেন। একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করে বলেন, “এই ধরনের অভিযান আরও বাড়ানো দরকার। আমাদের তরুণদের বাঁচাতে হবে।”
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারাগঞ্জ উপজেলায় মাদক নির্মূলের জন্য তাদের এই অভিযান অব্যাহত থাকবে। এলাকায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনী ও সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে।