August 16, 2025, 4:56 pm
কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৫ সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৬ আগস্ট) বিকাল ৩ টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ।
পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। সুষ্ঠু ও সুন্দরভাবে নিয়োগ কার্যক্রম সম্পাদনের লক্ষে তিনি নিয়োগ ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন এবং সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হবেন তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবে। বিধায় তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে,এ বিষয়ে সর্তক থাকা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে।
আয়োজিত ব্রিফিং প্যারেডে এসময় জেলা পুলিশ গোপালগঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাগণ’সহ আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের নিয়োজিত সকল পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দ।