August 16, 2025, 5:09 pm
এম এ আলিম রিপন,সুজানগরঃ সুজানগর উপজেলা বিএনপি ও সহযোগী সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম বাবু মণ্ডলের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপি নেতা উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোর্তজা, বিএনপি নেতা তোরাপ আলী, ইয়াকুব আলী, মোশারফ হোসেন বাদশা, সাফা, মনিরুজ্জামান মান্নান, মুক্তার শেখসহ উপজেলা বিএনপি ওঅঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।দোয়া পরিচালনা করেন কুটিপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আশিকুর রহমান।
উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল বলেন, “শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধ্বংসে যারা ৫ আগস্টের পর দখলদারিত্ব ও সন্ত্রাসী কার্যকলাপ সৃষ্টি করছে তারা বিএনপির কেউ নয়। বিএনপির নেতাকর্মীরা সবসময় শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করে আসছে। এ সময় তিনি সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।