ওসি আব্দুল হান্নান আশুলিয়া থানায় যোগদানের পর এক মাসের অভি-যানে শতাধিক অ-পরাধীকে গ্রে-ফতার

হেলাল শেখঃ ঢাকা জেলার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় ভূমিকা পালন করছেন। মাদক কারবারি শীর্ষ সন্ত্রাসী মুন্না শেখকে অস্ত্রসহ গ্রেফতার ও আশুলিয়ার জামগড়ার মাদক কারবারি ছাত্র জনতা হত্যা মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী শরিফুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করাসহ গত এক মাসে শতাধিক অপরাধীকে গ্রেফতার করায় এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, গত এক মাসে তিনি ও তার নেতৃত্বাধীন পুলিশ টিম হত্যা মামলার আসামিসহ শতাধিক অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এতে এলাকায় চুরি, ডাকাতি, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম অনেকাংশে কমে এসেছে বলে সাধারণ মানুষ জানিয়েছেন। স্থানীয়রা জানান, ওসি হান্নানের এই উদ্যোগে আশুলিয়ায় নিরাপত্তার পরিবেশ তৈরি হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় ওসি হান্নান আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তার এই সাফল্যে আশুলিয়ার সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রশংসা দেখা গেছে।

শনিবার (১৬ আগষ্ট ২০২৫ইং) তারিখ আশুলিয়া থানার গেটে ওসি আব্দুল হান্নান সাংবাদিকদেরকে আহ্বান জানান যে, পুলিশ ও সাংবাদিক মিলেমিশে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য, তিনি দাবি করেন যে, পুলিশ ও সাংবাদিক এক সাথে মিলেমিশে কাজ করলে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত হবে এবং অপরাধ দমন হবে ইনশাআল্লাহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *