থানচিতে বালিকা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন থানচি বা-লিকা উচ্চ বিদ্যালয়

থানচি (বান্দরবান) প্রতিনিধি: মথি ত্রিপুরা।

বান্দরবান থানচি উপজেলাতে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) আয়োজনে, ডিয়াকোনিয়া বাংলাদেশ সহযোগীতায়, নারীদের জাগিয়ে তুলতে উপজেলা পর্যায়ে স্কুল ভিত্তিক বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৪টায় উপজেলার নবনির্মীত মিনি স্টেডিয়ামে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় বনাম থানচি বালিকা উচ্চ বিদ্যালয় মধ্যকার ৩ দিনব্যাপী উপজেলা পর্যায়ে স্কুল ভিত্তিক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
কোন বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণভাবে
উভয় পক্ষের খেলোয়াড়রা দারুনভাবে খেলে উভয় পক্ষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্ধারিত ৬০ মিনিট খেলার শেষে শক্ত প্রতিপক্ষ থানচি সরকারি উচ্চ বিদ্যালয়কে ০-১ গোলে হারিয়ে থানচি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
খেলার শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, বালিকা ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনকেএস এনজিও উপ পরিচালক উবানু মারমা, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ নিজাম উদ্দিন, বিএনকেএস এনজিও ফোকাল পার্সন ও প্যারামেডিক উবাথোয়াই মারমা ও সাংবাদিক বৃন্দ।
এসময় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের উদ্দেশে ইউএনও বলেন, দুই দলের খেলোয়াড়রা দারুনভাবে খেলেছে। ছেলেদের পাশাপাশি বালিকাদের এগিয়ে আসার উচিত। বিএনকেএস এনজিও কে ধন্যবাদ জানাচ্ছি এভাবে নারীদের জাগিয়ে আসার সুযোগ করে দেয়ার জন্য।
ইদানিং উদ্বোধন হওয়ার নতুন মিনি স্টেডিয়ামে প্রথমবারের মতো বালিকা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতব্য ফাইনাল খেলা উপভোগ করতে আসা শত শত সাধারণ দর্শক ও স্কুল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। খেলার পরিচালনায় দায়িত্ব পালনকারী রেফারি পরিষদে প্রধান রেফারি মংপ্রু মারমা, সহকারী রেফারি অনিল ত্রিপুরা, পলাশ মল্লিক ও উথোয়াইন শুয়ে মারমা দায়িত্ব পালন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *