August 14, 2025, 5:30 pm
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালী সেনবাগের ঐতিহ্য বাহী মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার উদ্দ্যোগে দেশ বিদেশের প্রখ্যাত ক্বারীগনের তিলওয়াত পরিবেশনের মধ্যে দিয়ে ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৪ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলার মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার মুরাদ মিয়া হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তাশরীফ পেশ করেন পাকিস্তান থেকে আগত আন্তজার্তিক শায়েখ ক্বারী আব্দুল ওহাব আনসিনি।বিশেষ বয়ান পেশ করেন বিশ্বজয়ী হাফেজদের ওস্তাদ শায়েখ ক্বারী নাজমুল হাসান দা.বা.। বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী ও দানবীর প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব সোহরাব হোসেন সুমনের পৃষ্ঠপোষকতায় ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সিনিয়র সহ সভাপতি খন্দকার নাজমুল হক (পিএইচডি গবেষক)এর দিক নির্দেশনায় উক্ত ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার মুহতামিম মুফতি হারুনুর রশিদের সার্বিক তত্বাবধানে এসময়
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, জামেয়া ইব্রাহীমিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা রহিম উল্ল্যাহ বশিরী,
ক্বেরাত পরিবেশন করেন,মাহদুল কোরআন হোফ্ফাজ সেন্টারের পরিচালক হাফেজ ক্বারী মাহফুজুর রহমান।
বিশেষ বয়ান করেন নাটেশ্বর জামিয়া আহলিয়া কাসেমুল উলুম মাদ্রাসার শিক্ষা পরিচালক
মাওলানা রহমত উল্ল্যাহ। ক্বেরাত পরিবেশন করেন, আবু তালহা বিন মিজান ঢাকা,হাফেজ ক্বারী আব্দুর রহমান লক্ষীপুর সহ অনেকেই। এসময় মাদ্রাসার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জাফর উল্লাহ, স্থানীয় এলাকাবাসী, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক – শিক্ষার্থী,
জনপ্রতিনিধি, সাংবাদিক সহ ৫ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।