সুন্দরগঞ্জে পুলি-শি অভি-যানে গ্রেফ-তার-১৪ আ-সামি

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৪ জন আসামিকে গ্রেফতার করেছেন।

বুধবার দিবাগত রাতে পুলিশ সুপারের নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদের নেতৃত্বে টিম সুন্দরগঞ্জ থানা কর্তৃক পরিচালিত  অভিযানে আসামি ১। মোঃ রওশন আলী (৪২),  পিতা-মৃত সেকেন্দার আলী, সাং-গোপালচরন (গুচ্ছগ্রাম), ২। মোঃ আজিবর রহমান, পিতা-মোঃ মোন্তাজ আলী, সাং-মনমথ (রিফুজিপাড়া), ৩। আজাহার আলী (৫০), পিতা-মৃত আব্দুর রহিম, ৪। মোর্শেদুল ইসলাম(২৮) পিতা-আজাহার আলী, ৫। আলতাফ হোসেন(৩৫), পিতা-মৃত আব্দুর রহিম ৬। আনিছার রহমান(৪৫), পিতা-মৃত আব্দুর রহিম,  ৭। আরিফ মিয়া(২৫), পিতা- আনিছার রহমান, সর্ব-সাং-হাতিয়া, ৮। রহিদুল ইসলাম(৫৫), পিতা-মৃত চান মিয়া, ৯। রাজু মিয়া, পিতা-রহিদুল ইসলাম, উভয় সাং- বজরা হলদিয়া, ১০। মোঃ মমতাজ আলী  মোস্তাজ আলী (৫৬), ১১। মোঃ মজিবর রহমান (৬৫), উভয় পিতা-মৃত মেজরত উল্লাহ বেপারী, ১২। মোঃ সামিউল হক (২৩), ১৩। মোঃ জামিউল ইসলাম (২১), উভয় পিতা-মোঃ মজিবর রহমান, 

সর্ব সাং- উত্তর ধর্মপুর (পূর্বপাড়া), ১৪। মোঃ আতাউর রহমান আতারুল ইসলাম(৪০), পিতা-মৃত আজগর আলী, সাং-পূর্ব ছাপড়হাটি চর বেপারীপাড়া), সর্ব থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধাদের গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে থানা অফিসার ইন চার্জ আব্দুল হাকিম আজাদের সাথে কথা হলে তিনি জানান, গ্রেফতারকৃত আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *