ময়মনসিংহ সদরের শিক্ষার্থীদের মৌলিক দ-ক্ষতা যা-চাই প্রতিযোগিতা- ২০২৫ অনুষ্ঠিত

আরিফ রববানী ময়মনসিংহ
ময়মনসিংহ সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা ও গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার কেবি ক্লাস্টারের ছত্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় উপস্থিত থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মেরিনা সুলতানা।

কেবি ক্লাস্টারের ছত্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান-প্রতিযোগিতায় প্রথমে বিদ্যালয় পর্যায়ে ৩য়, ৪র্থ ও ৫ম প্রত্যেক শ্রেণিতে পৃথক পৃথক বাংলা, ইংরেজি পঠন দক্ষতা ও প্রাথমিক গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই করে ১ম স্থান অধিকারী ক্লাস্টার পর্যায়ে অংশগ্রহন করে একই ভাবে ক্লাস্টার পর্যায়ে ১ম অধিকারী উপজেলায় প্রতিযোগিতা করবে এবং উপজেলা ১ম স্থান অর্জনকারী শিক্ষার্থী জেলায় প্রতিযোগিতা করে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করবে।
প্রতিটি স্তরে বিজয়ীদের পুরস্কৃত করা হবে বলে জানান সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মেরিনা সুলতানা।

তিনি আরও জানান- ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন এর নেতৃত্বে উপজেলার প্রতিটি ক্লাস্টারেই এই চমকপ্রদ উদ্ভাবনী আইডিয়ার প্রতিযোগিতা দারুন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সুসম্পন্ন হচ্ছে। সেই ধারাবাহিকতায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মেরিনা সুলতানার দিক নির্দেশনা মোতাবেক কেবি ক্লাস্টারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মেরিনা সুলতানা জানান-সু-দক্ষ ও প্রাজ্ঞ ডিপিইও স্যারের সুস্পষ্ট নির্দেশনা অনুসরণ করে সর্বোচ্চ গুরুত্ব সহকারে এই প্রতিযোগিতা নিবিড়ভাবে মনিটরিং করেন এবং পুরষ্কার প্রদান করছেন সুযোগ্য উপজেলা শিক্ষা অফিসার মহোদয়। তিনি বলেন-এমন চমৎকার উদ্ভাবিত আইডিয়া অত্র উপজেলায় আলোড়ন সৃস্টি করেছে। সকলের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। যা থেকে শিক্ষার্থীরা ভীষণভাবে উজ্জীবিত হচ্ছে, উপকৃত হচ্ছে। ক্লাস্টার পর্যায়ে প্রতিযোগিতায় পুরস্কার বিতরণীতে টিইও, এডিপিইও এবং ডিপিইও স্যারের উপস্থিতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণের মধ্যে এক নতুনমাত্র যুক্ত হয়েছে।

এমন চমৎকার নতুন উদ্ভাবনী আইডিয়া সৃষ্টিতে ও প্রতিফলনে উদ্ভাবক মহোদয়ের প্রতি রইল অগাধ শ্রদ্ধা পাশাপাশি অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। এমন সব উদ্ভাবনী চিন্তার মধ্যদিয়ে শুধু ময়মনসিংহ সদর জেলা নয় সমগ্র বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক বৈপ্লবিক উন্নয়ন সাধিত হবে এমনটাই প্রত্যাশা সচেতন শিক্ষক অভিভাবকদের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *